Hasan Mahmud threatened to break the legs of the protesters

Hasan Mahmud has threatened to break the legs of those who would protest against the Rampal plant- purboposchimbd.news has reported.

The rude threat from the former forest and environment minister does not surprise us. If people turn rulers using force, rather than popular support, it’s natural that they would talk the way the hoodlums do. Hasan Saheb, take to power through fair elections, and then stand against public opinion in this arrogant style.

Are you sure that you have a constitutional legitimacy to even rule the country? One also needs a hegemonic support to rule, as Antonio Gramsci said. We believe, you have forgotten that your legitimacy and hegemony is being questioned in home and abroad. So, we all know why you have to talk in this authoritarian style.

রামপালবিরোধীদের পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন হাছান মাহমুদ! খবর পুর্ব পশ্চিম বিডির।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাষার ব্যবহারে অবাক হইনি। কেউ যদি জনসমর্থনের বদলে গায়ের জোরের উপর নির্ভর করে, তাহলে তার মুখে মাস্তানের ভাষাই উঠে আসবে, সেটাই স্বাভাবিক। তা হাছান সাহেব, একটা ফেয়ার ইলেকশনে জিতে এসে পাবলিক অপিনিয়নের বিরুদ্ধে দাড়ান না হয়।

আপনি কি নিশ্চিত যে আপনাদের এমনকি দেশ শাসন করার সাংবিধানিক লেজিটেমিসি আছে? গ্রামসি বলেছেন শাসন করতে হেজিমনিও লাগে। আমাদের বিশ্বাস আপনারা ভুলে গেছেন যে আপনাদের লেজিটেমেসি এবং হেজিমনি দেশে ও বিদেশে প্রশ্নবিদ্ধ। তাই কেন এমন অথরেটেটিইয়ান সুরে আপনাকে কথা বলতে হয়, সেটা আমরা বুঝি।

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter