আধুনিকতা কী? এনলাইটেমেন্ট কী?

Share

One thought on “আধুনিকতা কী? এনলাইটেমেন্ট কী?

  1. আসসালামুআয়ালাইকুম Sir । আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমি আপনার অনুমতি না নিয়ে আপনার নামে একটি ফেসবুক পেজ খুলেছি , জানি এটা আমার অন্যায় হয়েছে। ছোট ভাই হিসেবে ক্ষমার চোখে দেখবেন। আসলে আমি চাই আপনি যে সত্য কথা গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরেন তা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানুক। Sir আপনি অনুমতি দিলে আমি পেজটি চালিয়ে যেতে চাই। পেজটির নাম হলো ( পিনাকি নিউজ ২৪ )
    Sir আপনি আমাকে একটি কমেন্ট করেছেন কমেন্ট টি হলো এই রকম।

    ফাইজলামো করেন ভাই আমার নামে পেইজ বানায়ে? পেইজ বানাইছেন আমার নামে। আমার ভিডিও আপ করতেছেন নিয়ম না মাইনা। আবার ভাব নিতেছেন এইটাই আমার আইডি। বাংলাও তো ঠিকমতো লিখতে পারেন না। এই পেইজ বন্ধ করেন একদিন সময় দিলাম। না হলে প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাবেন।

    Sir দয়া করে পেজটিতে স্ট্রাইক মারবেন না। ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন |Sir এই পেজে আপনার ইউটিউব চ্যানেলের লিংক টি দিয়ে রেখেছি। Sir আপনি চাইলে পেইজের নাম পরিবর্তন করবো
    প্লিজ Sir স্ট্রাইক মারবেন না 🙏🙏 যদি কোন নিয়ম থাকে তাহলে আমি সেই নিয়ম গুলো মানতে রাজি আছি, কিন্তু Sir দয়া করে স্ট্রাইক মারবেন না প্লিজ 🙏🙏, আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন Sir । ধন্যবাদ

Leave a Reply to MD ANOWER HOSSIEN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter