মাওলানা ভাসানী ১৯৭০ সালের ৪ ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় ‘স্বাধীন পূর্ব পাকিস্তান’ এর দাবি উত্থাপন করেন।
আমাদের প্রিয় সিপিবি ভাসানীর এই দাবীকে কী বলে সমালোচনা করেছিল জানেন? মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র একমাস আগে ১৯৭১ এর ২৫ শে ফেব্রুয়ারিতে সিপিবি (তৎকালীন পুর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি) ৫ দফা দাবী তোলে। তার তৃতীয় দফায় সে লেখে।
“জাতীয়তাবাদী তথাকথিত স্বাধীন পুর্ব বাঙলার নামে অবাঙ্গালি বিরোধী জিগির তুলিয়া এবং মাওলানা ভাসানী স্বাধীন পুর্ব পাকিস্তানের আওয়াজ তুলিয়া জনগনের মনে পশ্চিম পাকিস্তানের জনগনের বিরোধী মনোভাব গড়িয়া তুলিয়া অবস্থাকে আরো জটিল ও ঘোরালো করিয়া তুলিতেছে।”
মুক্তিযুদ্ধ শুরুর একমাস আগে যখন গোটা জাতি স্বাধীনতার আকাঙ্ক্ষায় কাপছে, তখন সিপিবির এই বিপ্লবী (!) বয়ানের ব্যাখ্যা কী? সিপিবির বন্ধুরা কি জবাব দেবেন?
সূত্র: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ৬৫৩-৫৪।