সাম্প্রদায়িকতার এক মাসে মুসলমানদের উপর হামলা ১৬০ বার

আমারে ম্যালা আগে এক আওয়ামীলীগের নেতা গলা কাপায়ে বলছিলো, জানেন আমাদের ময়মনসিংহ এমন প্রগতিশীল এলাকা যে এইখানে জীবনেও কখনো সাম্প্রদায়িক সমস্যা হয়নি? আমি বলছিলাম, না জানতাম না এইমাত্র জানলাম।

আজ পড়তে পড়তে জানলাম এই ভুখণ্ডের সবচেয়ে ভয়াবহ প্রথম সাম্প্রদায়িক দাংগা হইছিলো ১৯০৭ সালে কুমিল্লা আর জামালপুরে। এই দাংগা এতো ভয়াবহ ছিলো যে ইংল্যাণ্ডের হাউজ অব কমন্সে এই দাংগা নিয়া প্রশ্ন ওঠে।

কারণ কী ছিলো জানেন? খুব পিকিউলিয়ার। কংগ্রেস কর্মীরা দরিদ্র মুসলমানদের স্বদেশী পণ্য ব্যবহারে বাধ্য করছিলো আর বিদেশী পণ্য মুসলমান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে থেকে জোর করে কেড়ে নিয়ে আগুনে পুড়াতো।

সারা দেশেই এই ধরণের ঘটনা ঘটেছিলো। পুলিশের নথি থেকে জানা যায় ১৯০৫ সালের নভেম্বর এই এক মাসেই বরিশালে বিদেশী পণ্য কেনার অপরাধে স্বদেশী কংগ্রেস কর্মীরা স্থানীয় মুসলমানদের উপরে হামলা করে ষাটবার। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসে এই ধরণের ঘটনার উল্লেখ আছে।

এই উপমহাদেশের সাম্প্রদায়িক সমস্যার জন্য হিন্দু ঐতিহাসিকদের তরফ থেকে একতরফা মুসলমানদের দায়ী করা হয়। তাদের ভাবখানা এমন আমরা তোমাদের পিটাইবো তোমরা ব্যথা পাইবা কেন?

যাই হোক আওয়ামীলীগের সেই নেতা জীবিত নাই, তাই তারে এইটা জানাইতে পারলাম না।

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter