আমার রুচিতে যা ভালো লাগে, আমি সেটাই খাবো; আমি যেটা পরতে পছন্দ করি, সেটা আমি পরবো; আমার যা পড়তে ভালো লাগে, সেটা আমি পড়বো; আমার যেই প্রতিষ্ঠানে পড়তে ভালো লাগে, সেখানেই আমি পড়বো; আমার যেটা ঐতিহ্য, সেটা আমি রক্ষা করবো। এই চাওয়াগুলি কি ধর্মবাদী চাওয়া নাকি লিবারেল রাষ্ট্রের স্যেকুলার চাওয়া? নিঃসন্দেহে স্যেকুলার চাওয়া।
আচ্ছা, এবার আপনি এই বাক্যটিকে কয়েকটি ভিন্ন শব্দ চয়ন করে লিখুন।
“আমার রুচিতে গো মাংস ভালো লাগে, আমি সেটাই খাবো; আমি হিজাব পরতে পছন্দ করি, সেটা আমি পরবো; আমার ইসলাম ধর্ম নিয়ে পড়তে ভালো লাগে, সেটা আমি পড়বো; আমার মাদ্রাসায় পড়তে ভালো লাগে, সেখানেই আমি পড়বো; আমার ঐতিহ্য ইসলাম, সেটা আমি রক্ষা করবো।”
এবার দেখুন তো লিবারেল আর স্যেকুলাররা এটা মানে নাকি? মানবেনা। কেন মানবেনা? মানবেনা কারণ প্রতিস্থাপিত শব্দগুলি ইসলামিক। তাহলে স্যেকুলারিজমকে ইসলাম বিদ্বেষের সমার্থক বানিয়েছে কারা? এদের হাত থেকে স্যেকুলারিজমের ঝাণ্ডা উদ্ধারের দায়িত্ব কে নেবে?