তাহলে কি আমরা ধরে নেব যে ছাত্র ইউনিয়ন মনে করে যারা ধর্ম শিক্ষা পায়, এবং বিশেষ করে ইসলাম ধর্ম শিক্ষা পায়, যারা ইসলামী পোশাক পরে, তারা গরু-গাধা?
আমরা কয়েকজন দীর্ঘদিন ধরে নানা গঞ্জনা আর গালাগালি, ব্যক্তি আক্রমন সহ্য করে বামপন্থীদের বলছি, সো কল্ড স্যেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষের এই ধারা থেকে বেরিয়ে আসতে। এটা তাদের জন্যই দরকার। এমনকি আপনাদের লিবারেল ভ্যালুজ ও এভাবে মানুষকে গরু ছাগল হিসেবে মনে করাকে এল্যাউ করেনা। কিন্তু হা হতোস্মি, কে শোনে কার কথা?
মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দিতে না শিখলে এই কাচকলার রাজনীতি করে লাভ কী? মানুষকে উনমানুষ হিসেবে দেখানো ফ্যাসিস্ট রাজনীতি। মানুষকে ছাগল বলা আর তাকে কাঠালপাতা খেতে উপদেশ দেয়া বামপন্থী বলে দাবীদার কারো মুখে মানায় না।
এই ভ্রান্ত রাজনীতির ফলে ছাপ্পানো হাজার বর্গমাইল থেকে বিতারিত হয়ে এক বর্গ মাইলের শাহবাগে বামপন্থীদের আশ্রয় হয়েছে। এখনো হুশ না হলে এই এক বর্গমাইলের মালিকানা যেতে সময় লাগবে না।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন