ভগবানের সহিত কথোপকথন: ২

মাজা বাঁকাইয়া ঢুকিতে দেখিয়া ভগবান হাসিয়া বলিলেন।

মদিরার ভাণ্ড তা হইলে তোর মাজায় লাগিয়াছে?

না প্রভু, আপনার লক্ষ্যভেদের আরো প্র্যাকটিস প্রয়োজন। ধর্মগ্রন্থ পড়িতে পড়িতে আমার মাজার এই অবস্থা হইয়াছে। আমি বলিলাম।

সেকি, ধর্মগ্রন্থ পড়িবি চক্ষু দিয়া, ইহাতে মস্তক ঘূর্ণিত হইতে পারে, মাজা ভাঙিবে কেন?

প্রভু, আপনি তো কৃপা করিয়া গ্রন্থ কম পাঠান নাই; উহার উপর আবার শাকের আঁটির মতো আপনার অনুসারীদের গ্রন্থ আছে। সব মস্তকে করিয়া ঘুরিবার ক্লেশ আমার দুর্বল মাজা সহ্য করিতে পারে নাই।

তা গ্রন্থ পড়িয়া তোর কী লাভ হইল? ভগবান প্রশ্ন করিলেন।

প্রভু, বুঝিয়াছি আপনার একটি সংস্কার প্রয়োজন। আপনি তো মডার্ন হইতে পারেন নাই। ইদানীং সব শর্টকাট। এখন হইতেছে ফাস্টফুড, এসএমএস, মিনি স্কার্ট, বইয়ের বদলে নোট আর গাইড-এর যুগ। এই সব বহু মূল্যবান গ্রন্থের যদি একটি শর্টকাট থাকিত, একটি মূল মর্মবাণী থাকিত, তাহা হইলে মনুষ্যকুলের খুব সুবিধা হইত। আমার মতো মাজার কষ্ট সবার সহ্য করিতে হইত না।

কি সুবিধা হইত?

সেই সংক্ষিপ্ত ধর্মের মর্মকথা সকলে টি-শার্টের বুকে লাগাইত, ফেসবুকের ওয়াল ফটো করিত, টিভি অনুষ্ঠানের নিচে স্ক্রল করিত, নির্বাচনের পোস্টার করিত, আরো কত কি? সে এক মহাবিপ্লব হইয়া যাইত। প্রভু, ওই পারে আপনার কিন্তু এখন ব্যাপক চাহিদা। ইদানীং মানুষ আর রক হাডসন, গ্রেগরি পেক, মেরিলিন মনরো’র প্রেমে পড়ে না। সবাই আপনার প্রেমে পড়িবার জন্য মুখাইয়া আছে।

প্রভু প্রসন্নমুখে জিজ্ঞাসা করিলেন।

ধর্মের সেই মর্মকথা কি তুই আবিষ্কার করিয়াছিস?

আমি সভয়ে জিভ কাটিয়া বলিলাম।

প্রভু, আমি তো নিমিত্ত মাত্র। হেই পার হইতে আসিবার সময় আপনি আমার অন্তরে আত্মাসরূপ আপনার পবিত্র অংশ প্রথিত করিয়া দিয়াছেন, তাহার সহিত আমার একটি ডাইরেক্ট লাইন হইয়াছে। সেই বদৌলতে কিছু দিব্য জ্ঞান মাঝে মাঝে লাভ করি। আপনার ইচ্ছা ব্যাতিরকে আমার গোবরপূর্ণ মস্তিষ্কে উহা কক্ষনো আসিত না।

মর্মবাণী কীভাবে পাইলি?

প্রভু, আপনার প্রেরিত সকল পবিত্র গ্রন্থ মস্তিষ্কে ভরিয়া দিয়াছি একটি ঘুঁটা। যাহা তলে পড়িয়াছিল তাহাই সেই মর্মকথা। আপনি শুনিবেন?

তুই আমাকে ধর্ম কথা শুনাইবি? ভগবান হুঙ্কার ছাড়িলেন। বিশ্বব্রহ্মাণ্ড কাঁপিয়া উঠিল।

প্রভু, আপনি খামোখাই আমার উপর বিরক্ত হইয়া আছেন। আমি ধর্মের মর্মবাণী শুনাইব আপনার অনুমোদন লইবার জন্য। তা প্রভু কোন ভাষায় শুনিবেন? বাংলা তো আপনার পছন্দ নয়। আরবী, হিব্রু, সংস্কৃত? তবে ইংরেজিতে হইলে আজকালকার দিনে সুবিধা হয়। ভগবান মনে হয় প্রসন্ন হইলেন।

ঠিক আছে বল, ইংরেজিতেই বল।

-প্রভু ইহা সকল ধর্মের সারকথা, ইহার বাহিরে আর কিছু নাই, ইহা মাত্র একটি লাইন। আর তাহা হইতেছে, আপনার এই মহান বাণী। “Worship me, or I will torture you forever. –Your loving God”

ভগবানের বিপুল হুঙ্কারে আমার ঘুম ভাঙিয়া গেল, কিন্তু মাজার ব্যাথা এখনো আছে।

ভগবানের সহিত কথোপকথন ৩

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter