বিচারপতি তোমার বিচার করবে কে?

“গত মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু পার হওয়ার সময় হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের গাড়ি আটকের ঘটনায় সেতুর পশ্চিম টোল প্লাজার সুপার ভাইজার আসাদুজ্জামানকে বিচারপতির নির্দেশে গ্রেপ্তার করা হয়।” বিচারপতির গাড়ীকে কী টোল দিতে হয়না? টোলের টাকা কী আসাদুজ্জামান বাসায় নিয়ে যেত? বিচারপতির এই আচরণের ব্যাখ্যা চাই বিচার বিভাগের কাছে। এটা ক্ষমতার অপব্যবহার হলে বিচারপতির বিচার চাই।

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter