এক বিখ্যাত নাস্তিক লিখেছেন, ভারতে নাকি মুসলমান শাসকেরা হাজার হাজার মন্দির ভেঙ্গেছে, মন্দির অপবিত্র করেছে। সেটার নাকি অনেক একাডেমিক রেফারেন্স আছে। যদিও সেই রেফারেন্স দেয়ার দায় তিনি বোধ করেননি।
কথা হচ্ছে একজন নাস্তিকের মাথা ব্যথা কি এটা হওয়া উচিৎ, যে মন্দির ভাঙা হয়েছে, মন্দির অপবিত্র করা হয়েছে? তাঁরা তো মন্দির মসজিদ গির্জা প্যাগোডায় তালা লাগাতে চায়। তাঁরা চায় কেউ ঈশ্বরের, আল্লাহ, ভগবানের নাম না নিক। মন্দিরের বিষয়ে তার এই বিশেষ বদান্যতার কারণ বুঝলাম না।
তবে এটা একদম মিছা কথা যে ভারতে মুসলমান শাসকেরা ধর্মীয় বিদ্বেষ বশত হাজার হাজার মন্দির ভেঙ্গেছে।
বিখ্যাত ইতিহাসবিদ রিচার্ড এম ইটন জানাচ্ছেন; ১২ শতক থেকে ১৮ শতক পর্যন্ত, পুরো মুসলিম শাসনে দক্ষিন এশিয়ায় মুসলমান শাসকদের হাতে মোট ৮০ টি মন্দির ভাঙা হয়েছিল। এবার নিশ্চয় সেই নাস্তিক লাফিয়ে উঠবেন, এইতো ভাঙা তো হয়েছিল। রিচার্ড ইটন কেন ভাঙা হয়েছিল সেটার কারণ ও অনুসন্ধান করেছেন। তিনি জানাচ্ছেন, যেই সমস্ত রাজা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে যদি কোন মন্দির বিদ্রোহী রাজার সাথে পলিটিক্যালি যুক্ত থাকতো সেই মন্দির মুসলমান শাসকেরা ধ্বংস করেছে। কারণটা পুরোপুরি রাজনৈতিক; ধর্মীয় বিদ্বেষ নয়।
সম্রাট আওরঙ্গজেব সম্পর্কেও মন্দির ধংসের অপবাদ শোনা যায়। এখানেও বিস্ময়কর ভাবে কারণটা রাজনৈতিক। আওরঙ্গজেব রাজপুতদের মন্দির ভেঙ্গেছিলেন, যেই রাজপুত মোঘলদের অনুগত ছিল কিন্তু আওরঙ্গজেবের আনুগত্য মানতে অস্বীকার করে বিদ্রোহ করে। সেই বিদ্রোহ দমনের পরে মন্দির গুলো ভাঙা হয়।
সবচেয়ে কৌতূহল উদ্দীপক তথ্য দিচ্ছেন ইটন বাংলা সম্পর্কে। তিনি জানাচ্ছেন বাঙলায় সম্রাট আওরঙ্গজেব যে কোন মোঘল শাসকদের চেয়ে বেশী মন্দির নির্মাণ করে দিয়েছিলেন।
আওরঙ্গজেবের অনেক দোষ থাকতে পারে, কিন্তু হিন্দু বিদ্বেষের দোষটা আরোপিত যেটা তাঁর প্রাপ্য নয়।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন
One thought on “বাঙলায় সম্রাট আওরঙ্গজেব যে কোন মোঘল শাসকদের চেয়ে বেশী মন্দির নির্মাণ করে দিয়েছিলেন”
আপনার প্রতিটা লেখাই অসাধার। জাযাকাল্লাহ। আরও অনেক কিছু লেখতে থাকেন,এই কামনা করি।।