বাঙলার হিরো আলম

হিরো আলমরে নিয়্যা সেক্যুলার বাঙালি শহুরে মধ্যবিত্তের হাসাহাসি দেইখ্যা বিনোদিত হইতেছি। হিরো আলম তো আপনারই প্রতিচ্ছবি। ওই গ্রামীণ ছেলেটা যেমন শহর দেখে বিমোহিত হয়ে মডেল হতে চেয়েছে। কিন্তু পারেনা কিছুই, না পারে কথা বলতে, না পারে শুদ্ধ উচ্চারণ করতে, না পারে নাচতে, না পারে অভিনয়, না আছে চেহারায় চটক। কিন্তু সে নিজেকে হিরো ভাবে। মুখে পুরু পাউডার মেখে শেষ মেষ যা করে; সেটা হয়ে ওঠে জোকারি। নিজেই নিজেরে হিরো বলে, আপনি যেমন নিজেরে চিনাইতে প্রগতিশীল শব্দটা ব্যবহার করেন।

ঠিক আপনি যেমন পশ্চিম দেখে বিমোহিত হয়ে বাঙালি জাতীয়তাবাদ চান, গণতন্ত্র চান, সমাজতন্ত্র চান, সেক্যুলার হইতে চান, এনলাইটেনমেন্ট চান, ফরাসী বিপ্লব চান, রুশ বিপ্লব চান আবার চিপায় ঠেলায় পড়লে ইসলামও চান; কিন্তু বুঝেন না কোনটাই। অক্ষম অনুকরণের চেষ্টা ছাড়া কোনটা করার হিম্মত নাই। তাই আপনি চেতনার পাউডার মাইখ্যা শেষ মেষ ফ্যাসিজমে ল্যান্ড করেন।

আপনি ওরে দেইখ্যা হাসেন? আপনিই তো বাঙলার হিরো আলম, পশ্চিম যারে দেইখ্যা হাসে। তাই আপনারেও অভিনন্দন।

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter