গুরুত্বপুর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আগামী সমাজ এবং রাষ্ট্রের সম্ভাবনা।
সমাজে নানা দ্বন্দ্ব থাকে, ভিন্নমত থাকে, এমন মানুষ থাকে যারা ঠিক আমার মতো নয়, আমার মতো চিন্তা করেনা। তবুও এদের সবাইকে নিয়েই রাষ্ট্র গড়তে হয়। সেই রাষ্ট্র তখনই রিপাবলিক হয়ে ওঠে যখন মতের এই ভিন্নতা সত্ত্বেও সবার ভয়েস শোনা যায়, রাষ্ট্র সবার ভয়েস শোনার ব্যবস্থা করে দেয়, কাউকেই উপেক্ষা করা হয়না, রাষ্ট্র সবাইকেই একোমোডেইট করে। এইখানেও রাষ্ট্র বানানির মুন্সিয়ানা। এইখানেই রাজনীতি ট্র্যায়াম্ফ করে। যে আপনার মতো না তার লগে ক্যামনে ডিল করবেন সেইটাই আসল রাজনীতি।
সোভিয়েত রাশিয়ায় যারা আপনার মত না তাগো জায়গা ছিল সাইবেরিয়া শ্রম শিবির। সেই রাষ্ট্র টেকে নাই। ভয় দেখাইয়া, দমন কইর্যা, কণ্ঠস্বর রুদ্ধ কইর্যা, গুম কইর্যা সরকার তো দূর কি বাত রাষ্ট্রই টিকতে পারেনা।
আমাগো স্যেকুলারেরা সেই সোভিয়েত কমুনিস্টদের মতো। তারা তাঁদের মতের বাইরের মানুষদের মানুষ বলেই মনে করেনা, মনে করে তারা “ছাগল”, এবং এরা নির্মুলযোগ্য, এদের এই দেশে থাকার অধিকার নাই বলে মনে করে, তাঁদের কথায় কথায় পাকিস্তানে পাঠায়ে দেয়। এরা আসলে সরকার টিকাইতে গিয়া রাষ্ট্রের বারোটা বাজাইতেছে। এইখানে স্যেকুলারেরা পলিটিক্যালি ফেইল করছে। তারা দেখাইছে, দানবীয় রাষ্ট্র শক্তি ব্যবহার কইর্যা ভিন্নমতরে সে ডিল করবো, এবং তা সে করতেছে।
এইখানেই আসে ভবিষ্যৎ রাজনীতির সম্ভাবনা। ভবিষ্যৎ রাজনীতিরে দেখাইতে হইবো, যে আপনার মতো না তারে কেমনে আপনি ডিল করবেন। ধরা যাক এই স্যেকুলারকুল, তারা আপনারে যেমনে ডিল করছে তারে কি আপনি তেমনভাবেই ডিল করতে চান ক্ষমতাবান হইলে; মানে তারে শক্তি প্রয়োগে দমন করবেন? যদি স্যেকুলারগো পাল্টা তাই করতে চান তাইলে আপনার কোন পলিটিক্যাল সম্ভাবনা নাই।
আপনারে সবাইরে জায়গা দিতে হইবে, সবার কথা বলার স্পেইস দিতে হইবে আর সবচেয়ে বড় কথা সবাইরে নিয়া রিপাবলিক বানাইতে হইবে, তারে আপনি যতই অপছন্দ করেন না কেন। স্যেকুলারেরাও কইবো, এই রুলাররে আমি পছন্দ করিনা, কিন্তু হ্যারা যেই সিস্টেমে রাষ্ট্র বানাইছে এই সিস্টেমে আমি হ্যাপি,ওগেরে আমরা মিছামিছি ডরাইছি।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন