তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকের চোখে খুব কাছে থেকে সরাসরি গুলি চালানো হয়েছে। খুব স্পষ্ট ও পরিস্কার ভিডিও আছে। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পরে। সে নিরস্ত্র ছিল এবং এবং সে কোন অবস্থাতেই আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য হুমকি ছিলনা। সেই ছাত্রদের কেউই কোন সন্ত্রাসমুলক কাজে লিপ্ত ছিলনা, তারা কোন ভাংচুরও করছিলোনা। খুব নিয়মতান্ত্রিক ভাবে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছিলো। আমি যতগুলো ভিডিও দেখেছি এই ঘটনা নিয়ে কোথাও ছাত্ররা উগ্র আচরণ করেছিলো এমন নিদর্শন নেই।
ছাত্ররা পরীক্ষার শিডিউল চায়। তারা পরীক্ষা দিতে চায় তাই রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণা করা হোক এই ছিল তাদের দাবী। এই জন্য তারা আন্দোলন করতেছিল। পরীক্ষার শিডিউলের জন্য আন্দোলন করতে হবে কেন ছাত্রদের? আর এমন ইতিবাচক আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেয় কোন পাষণ্ড?
এই রকম অল্প দুরত্বে চোখে ছোড়া গুলিতে কারো দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ থাকার সম্ভাবনা প্রায় শুন্য।
এই নিয়মতান্ত্রিক প্রতিবাদে কেন পুলিশ এভাবে গুলি ছুড়ে একজন তরুণকে অন্ধ করে দিল? জবাব চাই!!