ধর্ম অবমাননা একটি অপরাধ।

ব্যাংকক সুবর্ণভুমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি লাগেজ নিবো জন্য। সামনে একটা এল ই ডি ডিসপ্লে, তাতে নানা পণ্যের বিজ্ঞাপন ভেসে আসছে। হঠাৎ একটা সরকারী বিজ্ঞাপন। গৌতম বুদ্ধের মাথার একটা ছবি আর লেখা।

Disrespect to Buddha is wrong by law. Buddha is not a decoration piece he is the father of all buddhists

Respect is common sense.

মানে হচ্ছে,

“বুদ্ধের প্রতি অশ্রদ্ধা আইনত দণ্ডনীয়।  বুদ্ধ কোন ডেকোরেশন পিস নয়, তিনি সকল বৌদ্ধ ধর্মাবলম্বীর পিতা।

শ্রদ্ধা জ্ঞাপন একটি সাধারণ কাণ্ডজ্ঞান।”

এতে থাইল্যান্ড চৌদ্দশো বছর পিছয়ে যায়নি। বরং আধুনিক বিশ্বে ধর্ম অবমাননাকে জাতিসংঘ যে মানবাধিকার লংঘন বলে ঘোষণা দিয়েছে সেটারই প্রতিফলন ঘটেছে এই বিজ্ঞাপনে। এখানে খুব স্পষ্ট ভাবে বলে দেয়া হচ্ছে তুমি যেই দেশে ঢূকতে যাচ্ছো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুল্যবোধটা কী সেটা জেনে এই দেশে ঢোকো। এইটারে সন্মান না জানাইতে পারলে ভাগো।

আর আমাদের দেশের সো কল্ড মুক্তমনারা নবী রসুলরে নিয়া পর্ণোগ্রাফি রচনা করে সেইটারে বলে মুক্তচিন্তার চর্চা। আর তারে কেন পুলিশ দিয়া পাহারা দিয়া রাখা হয় নাই সেইটা নিয়া তারা গগণ বিদীর্ণ করে।

আয় দেখি বুকের পাটা কেমন, থাইল্যান্ডে আইস্যা মুক্তচিন্তার চর্চা কইর‍্যা যা। চৌদ্দ শিকের পিছনে ভইর‍্যা বুংগা বুংগা দিবো এরা।

বাংলাদেশের এয়ারপোর্টেও একদিন এমন লেখা থাকবে

Disrespect to religion is a crime

ধর্ম অবমাননা একটি অপরাধ।

Share

One thought on “ধর্ম অবমাননা একটি অপরাধ।

  1. ইনশাআল্লাহ,বাংলাদেশেে ও একদিন লেখা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter