ডাক্তার শব্দটি ইংরেজি DOCTOR শব্দের বাংলা রূপ। DOCTOR এসেছে ল্যাটিন DOCEO বা DOCTUS থেকে। যার অর্থ TEACHER। এই উৎস থেকেই এসেছে DOCTRINE শব্দটি। আদি অর্থে ডাক্তার মানে শিক্ষক। মধ্য যুগে ডক্টর মানে চিকিৎসক হয়েছে। চিত্ ধাতুর একটি অর্থ হচ্ছে TO TREAT MEDICALLY, CURE। চিত্+ সন্ হচ্ছে চিকিৎসা, চ হয়ে যাচ্ছে ক।
প্রসঙ্গত, বৈদ্য শব্দটি বিদ্ ধাতু থেকে এসেছে, যার অর্থ “জানা”। এই বিদ্ ধাতু থেকেই এসেছে “বিদ্যা” শব্দ। তা থেকে বদ্যি বা ডাক্তার।
চিকিৎসা বিদ্যার যে দুই ধারা হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি এটার মধ্যে হোমিওপ্যাথি প্রাচীন। হোমিওপ্যাথির সাপেক্ষেই অ্যালোপ্যাথি নামের উদ্ভব। আমরা জানি প্যাথি শব্দ এসেছে গ্রীক PATHOS থেকে যার অর্থ বেদনা বা SUFFERING। HOMEO এসেছে গ্রীক HOMIOIS থেকে যার অর্থ SIMILAR। হোমিওপ্যাথি মানে হল CURE OF DISEASES BY RESEMBLANCES। গ্রিক ALLO মানে DIFFERENT। তার মানে যা হোমিওপ্যাথির মতো নয় তাই অ্যালোপ্যাথি।
ORTHOPEDICS বা অস্থিবিদ্যার ORTHOS মানে STRAIGHT বা সোজা। ORTHODOX শব্দটার বুৎপত্তিও তাই “সোজা”। স্নায়ু বা NEURON শব্দের অর্থ ধনুকের গুণ বা ছিলা। নার্ভ খুব পিচ্ছিল সেই অর্থে হয়তো স্নায়ুর পিচ্ছিলতা বুঝাতে NEURON শব্দের ব্যবহার হয়ে থাকবে।