ছাত্রলীগকেই দেশবাসীর কাছে মাফ চাইতে হবে।

বদরুলের দায় কেন ছাত্রলীগের হবে?

বদরুলের অপরাধের আইনগত দায় একক কিন্তু সামাজিক দায় তার সংগঠনের। আমরা মৃত মানুষের শেষকৃত্যের আগে তার আপনজন মৃতের পক্ষ থেকে মৃতের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেয়ার আবেদন জানাই। মৃতের কোন দায় দেনা থাকলে সেটা পরিশোধ করে দেয়ার দায় জীবিত স্বজন নেয়। এটাই সামাজিক দায়। কারণ এই পরিবারেই সে বেড়ে উঠেছে। তাই তার অপরাধের দায় আদালত সমাজ বা পরিবারের উপর না দিলেও সমাজ বা পরিবার স্বতপ্রবৃত্ত হয়ে সেই দায় নেয়। এভাবেই সমাজের অভ্যন্তরে ন্যায় প্রতিষ্ঠা পায়।

বদরুল খাদিজারে কুপাইতে সংগঠনের কাউকে সাথে না নিয়ে গেলেও, বা সাংগঠনিক সিদ্ধান্তে খাদিজাকে না কুপাইলেও, এবং আদালতে আসামী হিসেবে ছাত্রলীগকে না দাঁড়াইতে হইলেও খাদিজারে কুপানোর সামাজিক দায় ছাত্রলীগকেই নিতে হবে।

ছাত্রলীগকেই দেশবাসীর কাছে মাফ চাইতে হবে সংগঠনকে দুর্বৃত্তদের আখড়ায় পরিণত করায়।

https://www.youtube.com/watch?v=EIuy2ofTPX0

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter