‘ইসলামিক বিজ্ঞান’ ছাড়া অাজকের বিজ্ঞান অকল্পনীয় ছিল।

“Science as we know it today would have been inconceivable without Islamic science” “বিজ্ঞানকে আজ আমরা যেভাবে জানি তা ইসলামিক বিজ্ঞান ছাড়া অকল্পনীয় ছিলো” বুঝতেই পারছেন এই কথাটা আমার নয়। ফিলজফি অব সাইন্সের একটি প্রারম্ভিক পশ্চিমা বইয়ের একটা কৌটেশন। যাই হোক, ফিলজফি অব সাইন্স পড়তে গিয়ে ইসলামের বিজ্ঞান বিষয়ক প্রস্তাবনা সম্পর্কে জানলাম। এই অসাধারণ প্রস্তাবনা সম্পর্কে আমি বিজ্ঞান পড়েও এবং একটি মুসলিম প্রধান দেশে জন্মে ও বাস করেও এতদিনেও জানতে পারিনি দেখে হতাশও হলাম। ইসলাম ও বিজ্ঞান নিয়ে এতদিন যে সমস্ত আলোচনা শুনেছি সেগুলো সবই অন্ধের হস্তি দর্শনের মতো। একটা লেখা তৈরি করছি। আগ্রহীরা সাথেই থাকুন। আজ রাত নাগাদ হয়তো নৌট আকারে দিতে পারবো। পুনশ্চঃ ফিলজফি অব সাইন্স পড়তে গেলে ইসলাম ও বিজ্ঞান সম্পর্কে আপনাকে জানতেই হবে। ইসলামকে বাদ দিয়ে আপনি এগুতে পারবেন না, এমনকি আপনি পশ্চিমা হলেও পারবেন না।

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter