কয়েকদিন আগে একজন বাংলাদেশের বেশ পরিচিত একজন লেখককে “আপনারা স্যেকুলারেরা” বলায় তিনি বেশ মাইন্ড করলেন। তিনি বললেন তাইলে আপনি কী? আমাগো নাহয় আমাদের পরাজিত করছেন, আমরা না হয় হাইর্যা গেছি, কিন্তু আমরা মইর্যা যাওনের আগে দেইখ্যা যাইতে চাই যে আমাগো হারাইলো হ্যায় কী আছিলো?
আমি ভাবতেছি “আমি স্যেকুলারপন্থী না” এইটা দিয়া আমি কভার পেইজ বানামু। তাইলে অন্তত জনে জনে গিয়া নিজের পরিচয় দেয়ার দায় থিকা বাইচ্যা যাই।
যাই হোক, আমি কী বা কে, আমি কী চাই সেইটা আমার লেখা যারা পড়েন নিয়মিত তাঁরা জানেন এবং বুঝেন। আমি সেইদিন তিনারে জবাবটা দেইনাই, কারণ আলোচনার পরিবেশটা যাকে বলে কনজেনিয়াল ছিলনা। থাকলে আমি এমিলি ডিকিনসনের কবিতা শুনাইয়া দিতাম।
I’m Nobody! Who are you?
Are you – Nobody – too?
Then there’s a pair of us!
Don’t tell! they’d advertise – you know!
How dreary – to be – Somebody!
How public – like a Frog –
To tell one’s name – the livelong June –
To an admiring Bog!
যাই হোক, আমি পুঁজিবাদের সময়টাকে অতিক্রম কইর্যা যাইতে চাই। আমি বাংলাদেশের বর্তমান বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা সাম্য, মানবসত্তার মর্যাদা আর ইনসাফের ভিত্তিতে একটা ইনক্লুসিভ রিপাবলিক চাই। ১৯৭২ এ এই রাষ্ট্র আমাদের তৈরি করার কথা ছিল কিন্তু সেই রাষ্ট্র আমাদের বানাইতে দেয়া হয় নাই।
মুক্তিযুদ্ধের সেই অসমাপ্ত কাজ করার মানুষরে আপনি যা খুশী কইয়্যা ডাকতে পারেন, তাতে আমার কিছুই যায় আসেনা।
এইবার বুচ্ছেন? আমি কেডা?
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন