Was Ekramul a narcotics dealer? Was he shot dead by mistake? Are innocent people being killed in this anti drug campaign? Should Badi have been killed in a “Crossfire”? None should ask such questions?
You should rather ask whether the State agencies produced the person in the court within 24 hours after he was arrested. You should also ask whether the State can kill an accused person without trying him in a court of law, without giving him a chance to defend himself.
No State can kill a person this way. What’s happening in Bangladesh in such cases are just murders. When the State is committing such murders those who are running the government must be held accountable.
Period.
একরামুল মাদক ব্যবসায়ী ছিলো কিনা? তাকে ভুল করে মারা হয়েছে কিনা?নিরপরাধ মানুষ মারা যাচ্ছে কিনা? বদিরে আগে ক্রস ফায়ারে দেয়া উচিৎ ছিল কিনা?এইসব কোন প্রাসঙ্গিক আলাপ নয়।
প্রশ্ন তুলেন, রাষ্ট্রিয় বাহিনীর হাতে ধৃত ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে কিনা? একজন মানুষকে বিচার না করে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, রাষ্ট্র তাকে মেরে ফেলতে পারে কিনা?
একজন নাগরিকের সাথে রাষ্ট্র এমনটা করতে পারেনা, এটা খুন। রাষ্ট্র এই খুনের অপরাধ করলে খুনের দায় সরকার পরিচালনা যারা করে তাদেরই নিতে হবে।
পিরিয়ড।