Banazir Ahmed, Director General of Bangladesh’s elite force of Rapid Action Battalion or RAB has demanded the Safe Food Law be sent back to the Parliament for amendment. The provision of capital punishment should be added to the Law, the RAB chief said. No punishment lower than the death penalty is found to be effective in Bangladesh, he added.
Capital punishment is being abolished in many countries across the world and human rights activists have long been campaigning against it. RAB is accused of many extrajudicial killings in Bangladesh. In such situation we have to take the demand of the RAB chief very seriously. The RAB DG has not only demanded the inclusion of the provision of death penalty in this case. He has indirectly justified the extrajudicial killings in which his force often indulges in.
Fascism is identified by fourteen of its characteristics. One among them is “being excessive eager about crime and punishment”.
Right from the time the RAB was founded, the force has been notoriously known for its extrajudicial killing related activities. Even the commanders of RAB became involved with contract killings. Members of this force killed seven innocent men and dumped their bodies in Sheetlokhya river, in exchange of a big amount of money from the rivals of the men who were murdered. A court found the RAB officers guilty of the murders.
Since the anti-drugs operation started in May last year, at least 373 alleged drug offenders became victims of extrajudicial killings in operations led by RAB and other forces.
Killing of Ekramul Haque in RAB custody in May last year created a big sensation. Hours after Haque was shot dead, an audio clip, reportedly recorded by his wife using a mobile phone, became viral across social media.
In that audio clip a man is heard groaning following a gunshot. Another gunshot follows and the man becomes completely silent. Haque’s wife and daughters break into wailing. The wife later said she was dead sure that it was her husband who was groaning on the other side just before he was killed. Some people shot him dead on the other side, she was sure from the sounds she heard, she said.
After Haque was apparently shot dead, a commanding voice was heard asking someone to untie his hands. “Scatter the empty cartridges around him (Haque),” one senior officer was heard asking someone.
The Constitution of Bangladesh justifies extrajudicial killings. According to the Constitution, “no person shall be deprived of life or personal liberty, save in accordance with law”. It means, one’s life or personal liberty can be taken away through a legal process. They can show or prove that the so-called crossfire is legal. Thus a barbaric style of extrajudicial killing has got a constitutional validity in Bangladesh.
According to a British government-introduced 1898 code of criminal procedure, or the Constitution of Bangladesh, while arresting an accused- who is likely to face a life term in jail or death penalty in the court- if police face resistance or threats, they can open fire in self defence.
After the members of a law enforcement agency kill someone in an extrajudicial action, the administration usually issues statement or report which shows that the members of the forces had to fire in self defence that killed the accused. All who get killed by RAB are identified as accused in terrorism, murder and other cases. This way the extrajudicial killings become legalised in Bangladesh.
It is very strange that the Constitution of Bangladesh has ended up supporting the crossfire-like extrajudicial killings and the human rights violations.
Click here to read the original Facebook post
বাংলাদেশের বিশেষ বাহিনী র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ নিরাপদ খাদ্য আইনটি সংসদে ফেরত পাঠিয়ে তাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান যোগ করার দাবী জানিয়েছেন।
শুধু তাই নয় তিনি আরো বলেছেন বাংলাদেশে মৃত্যুদণ্ডের নীচে কোন আইন রিয়্যাক্ট (কাজ) করেনা। সারা পৃথিবীতেই যখন মৃত্যুদণ্ড বিলুপ্ত হচ্ছে তখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত আইন শৃংখলা বাহিনীর প্রধানের এহেন দাবী আমাদের গুরুত্ব সহকারেই নিতে হবে। এটা শুধু নির্দোষ দাবীই নয়; তিনি পরোক্ষভাবে তার বাহিনীর বিচার বহির্ভূত হত্যার জাস্টিফিকেশনও দিয়েছেন।
এই প্রসঙ্গে উল্লেখ করা যায় ফ্যাসিবাদের যে ১৪টা চরিত্র লক্ষণ আছে, তার মধ্যে একটা “অপরাধ ও শাস্তি নিয়ে মাত্রাধিক আগ্রহ”।
প্রতিষ্ঠার সময় থেকেই এই বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মূল কুশীলব হয়ে ওঠে। এমনকি এই বাহিনীর কমাণ্ডারেরা কন্ট্রাক্ট কিলিং এর সাথে যুক্ত হয়ে পড়ে। এই বাহিনীর লোকেরাই নারায়ণগঞ্জে অর্থের বিনিময়ে একই দিনে সাতজন নিরপরাধ মানুষকে খুন করে পেট চিরে নাড়িভুঁড়ি বের করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিয়েছিলো। কোর্টে ওই বাহিনীর সদস্যরা দোষীও প্রমাণিত হয়।
গত বছর অক্টোবর পর্যন্ত মাদক-বিরোধী অভিযানে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়ে নিহত হয় চার শতাধিক লোক। এর মধ্যেই ছিলো একজন একরামুল হক। র্যাবের হাতে নির্মমভাবে নিহত অসংখ্য মানুষের মৃত্যুর মধ্যেও ওই ঘটনাটি বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করে কারণ, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও টেপ, যাতে একরামুল হককে তার মেয়ের সাথে কথা বলতে শোনা যায়। এর পর শোনা যায় গুলির শব্দ, আর্তচিৎকার এবং ফোনের একপাশ থেকে মি. হকের স্ত্রীর কান্না। সব মিলিয়ে এক ভয়াবহ পরিবেশের চিত্র ফুটে ওঠে ওই অডিওতে। সেই অডিওতেই কমাণ্ডারকে বলতে শোনা যায় ওর (নিহতের) হাতের বাঁধন খুলে দাও এবং চারপাশে খালি কার্তুজগুলো ছড়িয়ে দাও।
বাংলাদেশের সংবিধানে এই বিচার বহির্ভূত হত্যার বৈধতা দেয়া হয়েছে। সংবিধানে বলা হয়েছে- ‘আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না।’
তার অর্থ দাঁড়ায় আইনের মাধ্যম ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তিস্বাধীনতা হতে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আইন নির্ধারিত পদ্ধতিতে তা করা যাবে। এ জন্যই ‘ক্রসফায়ার’ এর মতো বর্বর ব্যবস্থাটিও সংবিধানসম্মত হয়ে যায়। কারণ, দেখানো যায় ‘ক্রসফায়ার’ও আইনসম্মত।
১৮৯৮ সালের ব্রিটিশ প্রবর্তিত ফৌজদারি কার্যবিধি বা সংবিধান অনুযায়ী আইন তার ধারা অনুযায়ী বিচারে মৃত্যুদণ্ড-বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, এমন অভিযোগে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ প্রতিরোধের মুখোমুখি হলে আত্মরক্ষার প্রয়োজনে তাকে হত্যা করতে পারে। তবে এমন কোনো ঘটনা ঘটলে একটি প্রশাসনিক তদন্তে গুলি ছোঁড়ার ঘটনাটিকে আত্মরক্ষা বলে মনে করলেই হত্যাকাণ্ডটি আইনসম্মত হয়ে যায়। সেই জন্য র্যা বের গুলিতে নিহত প্রত্যেককে সন্ত্রাসী ও খুনের মামলার আসামি হতে হয়। এর পরে একটা লোকদেখানো তদন্ত করে সেই হত্যাকে বৈধতা দেয়া হয়।
এটা খুব অদ্ভুত যে বাংলাদেশের সংবিধানই ক্রস ফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যা দিয়ে অব্যাহত মানবাধিকার লংঘনের উতস হয়ে আছে।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন