Police shield youths accused of rape and abetment in suicide

The state forces extended all sort of supports to Awami League to secretly stuff the ballot boxes and massively rig the last general elections. Now those forces are indulging in unbridled level of abuses and corruptions.

Awami League and the government have no moral authority to rein the undisciplined members of the forces. Recently even some senior police officers have been accused of serious sort of crimes and other malpractices.

Semontee, a tenth grader from Bogra, committed suicide last month. Now it has come to light that the girl student was raped and then driven to commit suicide. The culprits in the case are the son of one Nilfamari-based National Security Intelligence officer and Abir Ahmed, the nephew of a senior officer of Chittagong Metropolitan Police.

Not only the officers themselves, their close relatives too have turned desperate hooligans because they know they will remain unpunished for whatever crimes they commit.

When Semontee and her father went to police station to file complaint against the culprits, police did not act against the son and nephew of their colleagues. Semontee felt helpless and committed suicide. The case of Semontee became public after some Facebook posts on the issue became viral.

Please note what the Additional Superintendent of Police (Media) Sanatan Chakraborty said to the media in this issue. He said: “In the beginning Semontee’s father accused Shahriyar Antar. Three days later, he shifted the blame to Abir Ahmed. Following a directive from the police authorities we cannot file case charging someone for abetment in any suicide unless we have some direct evidence in the case. The fact is, we cannot find any such evidence during our investigation, we know.”

Sanatan Chakraborty said police would not find any evidence to charge the youths. There is no doubt that Sanatan Chakraborty is trying to shield the accused youths. It’s not a problem at all if the family of the victim accuses two persons in the case. Chakraborty and his police colleagues should do their job which is to conduct a fair investigation, before they file case against any culprit. Criminals in Bangladesh are turning desperate and prone to commit more crimes when they are being protected as Sanatan Chakraborty is doing in the case of Semontee’s suicide.

Click here to read the original Facebook post

প্রহসনের নির্বাচনে যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রাতে আওয়ামী লীগের হয়ে ব্যালট বাক্স ভরেছে তারা এখন বাধাহীন হয়ে উঠেছে।

আওয়ামী লীগেরও নৈতিক শক্তি নাই এই বাহিনীগুলোর উপরে নৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার। ইদানিং কালে পুলিশের বড় কর্তাদের নামে বীভৎস সব অভিযোগ সামনে আসছে। সেমন্তীকে ধর্ষণ আর আত্মহত্যায় প্ররোচিত করার পিছনেও আছে নীলফামারীতে কর্মরত এনএসআই কর্মকর্তা তৌহিদুল ইসলামের ছেলে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাতিজা আবির আহমেদ। এই রাষ্ট্রীয় বাহিনীই শুধু নয় তাদের ছেলেপিলে ভাই ভাতিজারাও দুর্বিনীত এবং বেপরোয়া হয়ে উঠেছে কারণ তারা জানে তাদের কিছুই হবেনা।

সেমন্তীর বাবা যখন অভিযোগ জানাতে গিয়েছিলো বগুড়া পুলিশের কাছে, তখন তাদের পেশাগত সাথীদের ছেলে ভাতিজার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে সেমন্তীকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। ফেসবুকে ভাইরাল না হলে এই ঘটনা চাপা পরে যেত।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তীর কথা লক্ষ্য করেন। তিনি বলেছেন, “সেমন্তির বাবা প্রথমে শাহরিয়ার অন্তর নামে একজনের নাম বলেছিলেন; তিন দিন পর আবিরের নাম বলেছেন। পুলিশ সদর দফতরের নির্দেশনা আছে, আত্মহত্যার সহযোগিতার মামলা নিতে হলে প্রত্যক্ষ প্রমাণ থাকতে হবে। আসলে এ ব্যাপারে তদন্তে কিছু পাওয়া যাবে না।”

এই সনাতন চক্রবর্তীই আসলে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। ভিকটিমের পরিবার দুইবার দুই নাম বললে সনাতন চক্রবর্তীর সমস্যা কোথায়? তার কর্তব্য অভিযোগ নিয়ে তদন্ত করা। সে তদন্তের আগেই বলে দিচ্ছে তদন্ত করে কিছু পাওয়া যাবেনা। সনাতন চক্রবর্তীদের প্রশ্রয়ে ক্ষমতার ছাতার নিচে থাকা অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter