Oikyafront deserves to be congratulated for this bold decision

Oikyafront sought to hold a political rally in Sylhet on October 23, but the police denied permission to the alliance to hold the rally. Later, the alliance said they would interact with their supporters and local leaders in an indoor meeting in Sylhet on October 23. But, Oikyafront has not been allowed even to hold any indoor meeting in Sylhet. Oikyafront leaders believe, police denied the permission following a government order.

According to the Constitution of Bangladesh (Para 37): “Freedom of assembly. Every citizen shall have the right to assemble and to participate in public meetings and processions peacefully and without arms, subject to any reasonable restrictions imposed by law in the interests of public order health.” So, it’s evident that denial of permission to hold the rally was an unconstitutional action by the authorities.

The denial of the permission of the rally is a sign that the ruling party is getting scared of the Oikyafront. Now, Oikyafront has announced that it would hold a rally on Oct 24, even if the permission from the police does not come through.

Oikyafront deserves to be congratulated for this bold decision. May the October 24 Oikyafront rally be successful in all terms.

Click here to read the original Facebook post

সিলেটে আগামী ২৩ তারিখ ঐক্যফ্রন্ট সমাবেশ করতে চেয়েছিলো, কিন্তু তাদের অনুমতি দেয়া হয়নি। পরে ঘরোয়া সমাবেশ করতে চাওয়া হয়েছিলো, সেই অনুমতিও দেয়া হয়নি। পুলিশের তরফ থেকে কোন কারণ দর্শানো হয়নি। ঐক্য ফ্রন্ট মনে করছে সরকারি নির্দেশেই পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে।

বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের মৌলিক অধিকার সম্পর্কিত ৩৭ অনুচ্ছেদে বলা আছে, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। অর্থাৎ, এইক্ষেত্রে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি না দেয়া সরকারের একটি অসাংবিধানিক পদক্ষেপ।

স্পষ্ট হয়ে আসছে ঐক্য ফ্রন্টকে শাসকদল ভয় পেতে শুরু করেছে। এই রাজনৈতিক সমাবেশের অনুমতি না দেয়া তারই নিদর্শন। ২৪ তারিখে সমাবেশের নতুন সময় ঘোষণা করা হয়েছে, ঐক্য ফ্রন্টের তরফ থেকে বলা হয়েছে, অনুমতি দিলে ভালো না দিলে অনুমতির তোয়াক্কা না করেই ঐক্যফ্রন্ট সমাবেশ করবে।

ঐক্যফ্রন্টের সাহসী বক্তব্যের জন্য অভিনন্দন। ২৪ তারিখে সিলেটের পূণ্যভূমিতে ঐক্যফ্রন্টের সমাবেশ সফল হোক।

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter