Is what the Government says true?

There are reasons why many have no confidence on the medical board constituted for Khaleda Zia. We saw how a government hospital threw out a Rajshahi University student after his legs were crushed during the quota movement. Noor, another quota movement leader, was also refused treatment by a hospital and around midnight he was forced out of the treatment facility.

In its report the medical board noted: “If Khaleda Zia wants she may seek medical treatment at BSMMU.” Should a medical board make such observation in its report? The place of treatment is always chosen according to the medical condition of the patient.

According to the government, BSMMU is a facility where one can receive all types of medical treatment. Why do the senior bureaucrats, ministers, pro-government senior political leaders and even government hospital doctors move out of the country to seek medical treatment, if what the government says is true?

Those who support this regime say, a convict cannot be treated at any private medical facility. These people will start fumbling for a reply if I ask them how the convicted yaba dealer Amin Huda was allowed to receive medical treatment from Bardem Hospital, a private medical facility.

খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের উপরে অনাস্থার যৌক্তিক কারণ আছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেংগে দেয়া ছাত্রকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে হাসপাতাল থেকে বের করে দিতে দেখেছি। কোটা আন্দোলনের নেতা নূরকে হাসপাতাল থেকে গভীর রাত্রে চাপে পড়ে বের করে দিতে দেখেছি।

বোর্ড বলেছে, “খালেদা জিয়া চাইলে তিনি বিএসএমএমইউয়ে চিকিৎসা নিতে পারেন”। এইটা কী বোর্ড বলতে পারে? হাসপাতালে চিকিৎসা নেয়া না নেয়া কি রোগীর ইচ্ছার উপরে নির্ভর করে? নাকি রোগীর মেডিক্যাল কন্ডিশনের উপরে নির্ভর করে?

সরকারের তরফ থেকে বলা হচ্ছে বি এস এম এম ইউয়ে সকল চিকিৎসার সুব্যবস্থা আছে। এই কথা যদি সত্য হয়, তাহলে সরকারি আমলা, শীর্ষ সরকারি রাজনৈতিক নেতা, এমনকি সরকারি চিকিৎসকেরা কেন দেশের বাইরে চিকিৎসা নিতে যায়?

সরকার সমর্থকেরা বলছেন, দণ্ডিত আসামীর বেসরকারী হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ নাই। যদি তাই হয়, তাহলে দণ্ডিত ইয়াবা ব্যবসায়ী বারডেম হাসপাতালে কোন আইনে চিকিৎসা নিয়েছিলো?

জবাব আছে কি এই প্রশ্নের?

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter