Police have detained two men in Feni, Bangladesh, because they designed a banner for Chhatrodol- the student wing of the main opposition party of BNP. One of the two is Samir Das, a professional designer, according to this report in Naya Diganta, a Bengali language national daily in Bangladesh.
How can we trust this government to conduct free and fair elections in the country if it views the job of designing the banner of the opposition party an offence?
Click here to read the original Facebook post
ফেনীতে ছাত্রদলের মিছিলের ব্যানার তৈরি করায় দুই ডিজাইনারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শহরের বড় মসজিদ সংলগ্ন সৃষ্টি ডিজিটাল সাইনে হানা দেয় সাদা পোশাকধারী কয়েক ব্যক্তি। কিছু না বলেই পুলিশ পরিচয় দিয়ে ডিজাইনার সমির দাসকে তুলে নিয়ে যায়।
বিরোধী রাজনৈতিক দলের ব্যানার ডিজাইন করাটাও কি অপরাধ বলে গণ্য হচ্ছে আজকাল? বড়ই আশ্চর্য্য!!
এই সরকারের অধীনে ফ্রি এন্ড ফেয়ার বা অবাধ ও স্বচ্ছ নির্বাচন কি অনুষ্ঠিত হতে পারে যারা বিরোধী দলের ব্যানার ডিজাইন করার অপরাধে একজন ডিজাইনারকে গোয়েন্দা পুলিশ দিয়ে আটক করে?
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন