Most Indians and even some Bangladeshi citizens are of the view that many Bangladeshis are involved in illegal smuggling and infiltration across the Bangladesh-India border and so India’s Border Security Force (BSF) guards open fire at them. BSF cannot be blamed for such killings.
I hope you remember how India virtually came down on its knees and offered apology after BSF killed one Nepalese citizen and the people from the country launched countrywide protests.
Take a look at the following photos. People from Bangladesh and India have converged around near Thakurgaon to see their near and dear ones across the fenced border. BSF of India and BGB of Bangladesh arranged this interaction without allowing anyone cross the border. The border divides families with some living in Bangladesh and some in India.
According to this report, an Indian woman was heard shouting at her relative across the border: “Don’t stay away…I have been restless to see you. I won’t live long.”
In what was called Bengal or Bangla, the people of the region lived and earned their livelihood for thousands of years. That natural land was then divided artificially and politically. This divide cannot change the pattern or way of life of the people living on either side of the border.
For livelihood and other reasons most people are intrinsically connected to different parts across the region. They need to move from one part of the region to another. So, risking their lives people also attempt or happen to cross the international border.
To keep a natural piece of land artificially divided India put up barbed wire fence which has turned the border violent and a place of conflicts. If the barbed wire fencing did not exist at the place people from both sides of the border would have made this artificial divide meaningless.
In attempt not to divide the life of the people of Bengal, in 1948, in the presence of the representatives from both sides of the border, an agreement was signed in Kolkata, Delhi and Karachi. It was clearly agreed by India and Pakistan that the political border would not be allowed to negatively impact the lives of the people of Bengal.
Life and livelihood of the people around the border region is immensely dependent on each other. That Agreement, which was called Inter Dominion Agreements, was signed to help people of East Pakistan and India freely cross the border and take their produce and other wares for sale in the markets. The Agreement was not bound by any time frame, which means it still remains valid. India has put up barbed wire fence along the border and has been trying to halt the cross-border trade in a breach of the 1948 Agreement.
That Agreement still remaining valid, the cross-border trade and movement of people cannot be termed illegal. Those who justify the shooting and killing of Bangladeshis by the BSF on the border will stay silent.
Click here to read the original Facebook post
ভারতীয়রা এবং আশ্চর্যজনকভাবে কিছু বাংলাদেশী নাগরিকও বলে বাংলাদেশীরা চোরাচালানে সংযুক্ত থাকার জন্য ও অন্য নানা কারণে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে, আর সে জন্যই বিএসএফ গুলি ছোঁড়ে। তাই বিএসএফ কে বাংলাদেশীদের গুলি করে মারার জন্য দোষ দেয়া যায় না, তারা বলে।
আপনাদের নিশ্চয়ই মনে আছে নেপালের একজন নাগরিককে বিএসএফ গুলি করে হত্যা করার পর নেপালিদের প্রতিবাদের মুখে ভারত রাষ্ট্র মাফ চাইতে বাধ্য হয়।
নিচের ছবিগুলো দেখেন, ঠাকুরগাঁ সীমান্তে দুই পারের মানুষজন একে অন্যকে দেখার জন্য কাঁটাতারের পাশে কিভাবে জমা হয়েছে। সেদিন বিজিবি ও বিএসএফ এভাবে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলো। এরা সবাই স্বজন। পরিবারের এক অংশ ভারতে থাকে আরেক অংশ বাংলাদেশে থাকে।
পত্রিকার রিপোর্টে এক ভারতীয় নারীকে বাংলাদেশী আত্মীয়কে উদ্দেশ্য করে বলতে শোনা যায় ““আর কুনিক রহিস না গে, তোক দেখিবার তানে এতদিন মনডা খালি ছটফটাছিল। বাঁচিম আর কয়দিন।”
বাংলা নামে ভূখন্ডে হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা গড়ে উঠেছে। সেই প্রাকৃতিক ভূমিকে কৃত্রিম বা রাজনৈতিকভাবে বিভাজিত করা হয়েছে। এই কৃত্রিম বিভাজন হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা মানুষের জীবন যাপন পদ্ধতি পাল্টে দিতে পারেনা। তাই মানুষ জীবনের ঝুঁকি নিয়েও সীমান্ত অতিক্রম করে।
প্রাকৃতিক ভূমিকে কৃত্রিমভাবে বিভাজিত রাখার জন্যই মাঝখানের কাঁটাতার প্রয়োজন হয়; সীমান্তকে করে তুলতে হয় সহিংস। এই কাঁটাতার না থাকলে দুই পারের মানুষ এই সীমান্তকে অর্থহীন করে তুলতো। দুই দেশের শাসকদের এটাই ভয়।
সীমান্ত অঞ্চলের মানুষের জীবনকে এভাবে বিভাজিত করতে যেন না হয়, সেজন্য ১৯৪৮ সালের ডিসেম্বরে দিল্লিতে, এপ্রিলে কোলকাতাতে আর মে মাসে করাচিতে ভারতের বিভাজিত দুই অংশের প্রতিনিধিরা মিলিত হয়ে একটি দীর্ঘ চুক্তি সম্পাদন করে। তার নাম ইন্টার ডমিনিয়ন এগ্রিমেন্টস। এই এগ্রিমেন্টে সীমান্ত অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার পরস্পর নির্ভরতার বিষয়টা বিবেচনায় নিয়েই পাকিস্তান এবং ভারতের সীমান্তে বসবাসকারীদের অবাধে সীমান্তের একপাশ থেকে অন্যপাশ অতিক্রম করার এবং নিকটবর্তী বাজারগুলোতে তাদের উৎপন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বহন করার অধিকার বা অনুমতি দেয়া হয়।
এই চুক্তির কোন মেয়াদ ছিলনা। তাই এই চুক্তি এখনো বলবৎ আছে বলে ধরে নিতে হবে। সীমান্তে কাঁটাতার দিয়ে দুই পারের মানুষের অবাধে বাণিজ্য করার অধিকার কেড়ে নিয়ে এই চুক্তির একতরফা বরখেলাপ করেছে ভারত।
এই চুক্তি এখনো বলবৎ থাকার কারণেই সীমান্ত অতিক্রম এবং স্থানীয় বাণিজ্যকে কোনভাবেই চোরাচালান বলা যাবেনা। তাই ভারতীয়দের চোরাচালান বন্ধে গুলি করার বৈধতা যারা দিতে চান তারা আশা করি তাদের কুযুক্তি বন্ধ করবেন।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন
ফটো কৃতজ্ঞতা: Daily Star ও bdnews24.com