I have got back my Facebook Profile

I have got back my Facebook Profile. It’s astonishing the way my Facebook account was hacked. The hackers used the text authentication of my mobile and secretly read the mobile text messages to hack my account. Only highly skilled hackers know how to get access to mobile text messages. I hope you can imagine who these hackers are. They are not the regular cyber criminals.

They hacked my account despite I kept it secured using Google Authenticator. Those who hacked my account might succeed to hack my Facebook account again because they are skilled, powerful and are backed by good resources. This is an unequal fight. If you don’t find me on Facebook, please look for me on my website. The link to my website is: pinakibhattacharya.com

I am thankful to all who were in solidarity with me when my Facebook accounts (Profile and Page) remained hacked. I have no complaint against them who were happy to find my accounts hacked and spread the rumour I had deactivated my account on my own because they too look like other good human beings.

Click here to read the original Facebook post

আমার ফেইসবুক প্রোফাইল ফিরে পেয়েছি। যেভাবে আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিলো সেটা বিস্ময়কর। আমার মোবাইলের টেক্সট অথেন্টিকেশন ব্যবহার করে আমার এস এম এস পাঠ করে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিলো। এই কাজ চূড়ান্ত পেশাদার ছাড়া এবং এস এম এসে অ্যাক্সেস আছে এমন কেউ ছাড়া করতে পারার কথা নয়। বুঝে নেন কে করতে পারে। এটা নাদান কোন সাইবার ক্রিমিন্যালদের কাজ নয়।

আমার ফেইসবুকে গুগল অথেন্টিকেটর দেয়া থাকা সত্ত্বেও হ্যাক করতে পেরেছে। যারা হ্যাক করেছে তারা আবারো হ্যাক করতে পারবে হয়ত, কারণ তারা অনেক শক্তিশালী এবং তাদের হাতে তেমন রিসোর্স আছে। এটা একটা অসম যুদ্ধ। যদি আমাকে ফেইসবুকে খুঁজে না পান তাহলে আমার ওয়েব সাইটে আমাকে খোঁজ করবেন। আমার সাইটের ঠিকানা pinakibhattacharya.com

যারা উদ্বেগ জানিয়েছেন পোস্ট লিখে অ্যাকাউন্ট হ্যাক করার প্রতিবাদ জানিয়ছেন আপনাদের ধন্যবাদ। যারা অ্যাকাউন্ট হ্যাক হওয়াতে খুশী হয়েছিলেন, যারা প্রচার করেছিলেন আমার অ্যাকাউন্ট আমি নিজেই ডিএক্টিভেট করেছিলাম, তাদের আমার কিছু বলার নেই। কারণ অমানুষেরাও দেখতে মানুষের মতোই।

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter