The chairperson of the women wing of Bangladesh Football Federation and FIFA council member Mahfuza Akhter Kiron has been sent to jail for allegedly making defamatory statement against the Prime Minister. Following a warrant from the court Mrs Akhter was arrested. Later, the court denied her bail and sent her to jail.
Let us find out what exactly Mrs Akhter had said for which she has been arrested. In a press conference she said: “Since she (Sheikh Hasina)is the PM, all games should be equal in her view. Why will she view two games differently? The girl footballers of Bangladesh have been champions. Forget about gifts. They were not even congratulated. Have you seen any media report of them being congratulated (by the PM)? Why should we reward money to the footballers through the PM when the fund is from the Bangladesh Football Federation? BCB, which enjoys privileges extended by the government, has a big interest in it. Cricketers get flats, cars as reward. BFF or the footballers do not get any such privilege from the government.”
Is there anything defamatory for the PM in this statement? According to the law in Bangladesh, the victim in the defamation case has to be personally present in the court to file the suit. The court will then issue summons against the accused. If the accused ignores the summons and does not appear in the court, the court issues warrant against the accused.
In this case, the victim (the PM) does not file the suit. The court in this case issued the warrant, without sending any summons in advance. The court can issue warrant directly if it considers that accused is a threat to law and order situation in the society.
This is clear that the warrant and suit in the case of Mrs Akhter are aimed to harass her. This suit is not unique. Some months ago, in a TV talk show, veteran lawyer Barrister Moinul Hossain said to journalist Masuda Bhatti: “I consider you a person of depraved character.” Bhatti filed a defamation suit against Hassan. Hassan begged an apology by making a direct call to Bhatti. Later Hassan got a bail in that case.
After he got the bail, PM Sheikh Hasina said to her supporters: “He (Hassan) spoke against someone and a suit was filed against him. You all should file more suits against him. The law enforcement agencies will act against him as needed. We will support, if you file suits against him”. Later, a Juba Mohila League woman leader filed a 20-thousand-crore suit against Hassan. The court issued a warrant and he was arrested.
In Bangladesh one can harass anyone this way immensely. This is surprising.
Click here to read the original Facebook post
প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে করা মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহফুজা আক্তারকে সেদিনই ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
মাহফুজা আক্তার কিরণের আইনজীবী আদালতের কাছে জামিন আবেদন করলেও শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে মাহফুজাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কী বলেছিলেন মাহফুজা? তিনি একটা সংবাদ সন্মেলনে বলেন, ‘পিএম (প্রধানমন্ত্রী) হিসেবে সব খেলাই তার কাছে সমান। সেখানে কেন দু’চোখে দেখবে? মেয়েরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। গিফট তো পরের কথা, অভিনন্দন তো দিতে পারে, মিডিয়ায় কি কোনো অভিনন্দন জানাইছে? বিএফএফের টাকা কেন প্রধানমন্ত্রীকে দিয়ে দেয়াবো? বিসিবির অনেক স্বার্থ আছে। বিসিবি সরকারের অনেক ফ্যাসিলিটিজ নেয়। চুন থেকে পান খসলেই প্লট পেয়ে যায়, গাড়ি পেয়ে যায়। বিএফএফ সরকারের কাছ থেকে কোনো ফ্যাসিলিটিজ নেয় না।’
প্রশ্ন হচ্ছে এখানে মানহানিকর কী আছে? বাংলাদেশের আইন অনুসারে যিনি মানহানির শিকার তাকেই আদালতে অভিযোগ দায়ের করে জবানবন্দি প্রদানের মাধ্যমে মামলা দায়ের করতে হয়। মামলার পরে আদালত সমন জারি করবেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। মানহানি মামলায় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় না। সমন দিলে আদালতে হাজির হয়ে জামিন না চাইলে সে ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই মানহানির মামলায় যিনি মানহানির শিকার তিনি মামলা করেন নি। আদালত সমন জারি করেন নি সরসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে আদালত যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিতে গ্রেফতার না করলে আইনশৃঙ্খলা চরম অবনতির শঙ্কা রয়েছে তবে আদালত ওই ব্যক্তিতে তাৎক্ষণিক গ্রেফতারের আদেশ দিতে পারেন। মাহফুজাকে গ্রেপ্তার না করলে কি চরম আইন শৃংখলার অবনতি ঘটার শংকা ছিলো?
মাহফুজার বিরুদ্ধে মামলায় তাকে স্পস্টতই হেনস্থা করা হয়েছে। তবে এই হেনস্থার উদাহরণ প্রথম বা অভিনব নয়। সাংবাদিক মাসুদা ভাট্টিকে একটি টক শোতে বর্ষীয়ান আইনজীবি ব্যারিষ্টার মইনুল হোসেন, “আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করতে চাই” বলাতে মাসুদা ভাট্টি ব্যরিষ্টার মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন যদিও ব্যারিষ্টার মইনুল মাসুদা ভট্টির কাছে ফোন করে এই কথার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিতভাবেও ক্ষমা চান।
সেই মামলায় ব্যারিষ্টার মইনুল আগাম জামিন নিলে খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন, “একজনের বিরুদ্ধে বলেছে, একটা মামলা না হয় হয়েছে। আরো তো মামলা হতে পারে এবং এর প্রতিবাদও আপনারা করতে পারেন। আপনারা প্রতিবাদ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করার করবে। আপনারা মামলা করেন, আমরা যা করার করব। জামিন পেয়েছে ঠিক আছে, মামলা আরো করতে ব্যবস্থা নিতে তো আপত্তি নাই।”
এরপরে ব্যারিষ্টার মইনুলের বিরুদ্ধে যুব মহিলা লীগের জামালপুরের নেত্রী ২০ হাজার কোটি টাকার মামলা করে এবং একইভাবে ব্যারিষ্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশে কাউকে হেনস্থা করতে চাইলে কতভাবেই যে করা সম্ভব তা ভাবতে গেলে বিস্মিত হতে হয়।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন