Elected people savior or spoiler? Part- 2

Now, MP Enamur Rahman says his party was in no way involved with what he did to get five people executed in fake crossfire. We know from what he said to the Manab Zamin journalist that he was also in the process to arrange murder of fourteen other people.

He said, he was solely responsible for what he had done in the connection of five murders. We have some questions now. Whom did he plan to hand over the list of the fourteen people he wanted to be killed? Who are they who killed the men in fake crossfire following his direction? The judicial authority should take suo motu action and drag him and his accomplices to a court. I wonder if some more of our people’s representatives have been involved in such fake crossfire.

Click here to read the original Facebook post

 

এনামুর রহমান এম পি এখন বলছেন, তার দল কোনভাবেই যে পাচজনকে তিনি ফেইক ক্রসফায়ারে দিয়েছেন তার সাথে যুক্ত নয়। মানবজমিনে আমরা আরো দেখেছি, সংশ্লিষ্ট এমপি ১৪ জনের তালিকা করে তাদেরকেও ক্রস ফায়ারে দেয়ার প্রক্রিয়ায় তিনি যুক্ত ছিলেন বলে বলেছেন।

তিনি সাফাই হিসেবে যা বলছেন তার অর্থ হচ্ছে, তিনি একাই এই পাচজনকে ক্রস ফায়ারে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন এই প্রেক্ষিতে কয়েকটা যৌক্তিক প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। তাকেই এখন বলতে হবে এই ১৪ জনের তালিকা তিনি কাদের দেয়ার জন্য তৈরি করেছিলেন? কারা তার হয়ে ক্রস ফায়ার এক্সিকিউট করতো? আদালতের তো স্বপ্রোনোদিত হয়ে তার এবং তার সহযোগীদের বিরুদ্ধে খুনের দায়ে মামলা করা উচিত। এভাবেই কি অন্য স্থানীয় সংসদ সদস্যরা ক্রস ফায়ারের সাথে যুক্ত?

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

 

For reading Part- 1 click here 

 

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter