বাংলাদেশের বামপন্থীরা বলে তাঁদের নাকি স্বাধীনতা যুদ্ধে ম্যালা অবদান ছিল। আসেন দেখি প্রখ্যাত বামপন্থী নেতা নির্মল সেন বামপন্থীদের মুক্তিযুদ্ধে অবদান নিয়ে কী মুল্যায়ন করেছিলেন।
“৭১ এর সংগ্রামে আমাদের তেমন কোন ইতিবাচক ভুমিকা ছিল না। আমরা আমাদের শ্রমিকদের ৭১ এর সংগ্রামে ঝাপিয়ে পড়ার জন্য নির্দেশ দিয়েছিলাম কি? আদৌ নয়। আমি ইতিপুর্বে বারবার উল্লেখ করেছি বাংলাদেশের স্বাধীনতার কথা। এ ব্যাপারে সেকালের বিভিন্ন আত্মগোপনকারী বামপন্থী দলসহ ছাত্রলীগের নেতারাও আমাদের সাথে কথা বলেছেন। আমরা বারবারই বলেছি স্বাধীন বাংলাদেশের রুপরেখা আমরা জানতে চাই। আর আমরা আরেকটা পাকিস্তান গড়তে চাইনা। আমরা শোষণমুক্ত বাংলাদেশ চাই। এ কথায় আমাদের সাথে আলোচনা ভেঙে গেছে।
আমাদের ভুমিকা ওই পর্যন্তই। এর পরে আমরা দেশ স্বাধীন করার নিজস্ব কোন উদ্যোগ গ্রহণ করিনি। হাত পা গুটিয়ে বসে থেকেছি। ১৯৭১ সালে সংগ্রাম শুরু হওয়ার পর আমরা গড্ডালিকা প্রবাহে ভেসে গিয়ে মুক্তিযোদ্ধা সেজেছি। আমার জানা মতে এটাই ছিল মোটামুটিভাবে বামপন্থীদের ভুমিকা।”
সূত্রঃ নির্মল সেন, আমার জবানবন্দি, ইত্যাদি গ্রন্থ প্রকাশ – ফেব্রুয়ারি, ২০১২, পৃষ্ঠা ৫৭৫।