Give rights, to the prisoners

Jugantar, a Bengali language national newspaper, has reported that a prisoner who has received division is entitled to Taka 115 for his or her food. It means, the price of the food, which is being provided to Khaleda Zia daily, is Taka 115, which is less than 1.5 US$.

Can one live in Dhaka on Taka 115 or less than US$ 1.5 a day? This amount is not enough to buy food for one’s daily requirement at all. For survival, one adult needs 2400 kilocalories a day. In Dhaka you need at least Taka 346.63 a day to buy food for this amount of energy.

The former Prime Minister is being allocated not even one-third amount of calories she needs!

Not just a prisoner who has received a division- every inmate in a prison should be allocated 2400 kilocalories of food daily. This is a part of his rights as a prisoner.

যুগান্তর পত্রিকা জানাচ্ছে একজন ডিভিশনপ্রাপ্ত বন্দীর খাবারের জন্য জন্য সরকারি বরাদ্দ দৈনিক ১১৫ টাকা। তার মানে খালেদা জিয়া দৈনিক ১১৫ টাকার খাবার পাচ্ছেন, যা দেড় ডলারের কম।

দেড় ডলারের কম খরচে কি ঢাকা শহরে একজনের সারা দিনের খাওয়া হয়? তার সারা দিনের প্রয়োজনীয় ক্যালরি যোগান দেয়া তো অসম্ভব। সারা দিনে একজন পুর্ণবয়স্ক মানুষের ক্যালোরির চাহিদা ২৪০০ কিলো ক্যালোরি। ঢাকা শহরে ২৪০০ কিলোক্যালরি খাবারের জন্য ন্যুনতম ৩৪৬.৬৩ টাকা দরকার।

ক্যালোরির হিসাব অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তাহলে তাঁর প্রয়োজনের এক তৃতীয়াংশেরও কম খাবারের টাকা বরাদ্দ দেয়া হচ্ছে।

শুধু ডিভিশন প্রাপ্ত বন্দী নয়, সকল বন্দীকে ন্যুনতম দৈনিক চাহিদা ২৪০০ কিলো ক্যালোরির খাদ্যের বরাদ্দ নিশ্চিত করা হোক। যেকোনো শ্রেণীর বন্দীর এটা অধিকার।

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter