আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সরকারি ভাবে আর ক্ষমতায় না থাকলে দলীয়ভাবে মুজিব বর্ষ পালন করবে বলে জানিয়েছে। আমি মনে করি আওয়ামীলীগ ক্ষমতায় থাকুক বা না থাকুক জাতীয়ভাবেই আমাদের মুজিব বর্ষ পালন করা উচিত। আমাদের জাতীয় রাজনীতির অন্যতম প্রধান পুরুষের জন্ম শতবার্ষিকী পালনে আমাদের কোন হীনমন্যতা থাকা উচিত নয়।
তবে আওয়ামীলীগ যেভাবে পালন করবে সেভাবে নয়। আমাদের যদি সত্যিকারের শেখ মুজিবকে চিনতে হয় তাহলে আমাদের পাঠ করা উচিত “অসমাপ্ত আত্মজীবনী” । আমরা এইটা পাঠ করলে জানবো শেখ মুজিবকে যেভাবে বাম স্যেকুলারেরা উপস্থাপন করে তিনি নিজে সেটা ছিলেন না। তিনি আমরা আজকে আওয়ামী বিরোধী ন্যাশন্যালিস্টরা যে ভাষায় কথা বলি, যেই রাজনীতি করি, সেটাই তিনি লিখে গেছেন অসমাপ্ত আত্মজীবনীতে। জাতীয়ভাবে মুজিব বর্ষ পালনের অন্যতম কর্মসূচী হবে অসমাপ্ত আত্মজীবনী পাঠ।
বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন নিয়ে একটা সিনেমা বানানো উচিত। সিনেমাটা হওয়া উচিত আন্তর্জাতিক মানের। বানানো হবে হলিউডে, যেভাবে গান্ধী সিনেমাটা হয়েছিল। স্ক্রিপ লিখবেন পৃথিবীর সেরা লেখকেরা। জীবন নিয়ে গবেষণা করবেন পৃথিবীর সেরা ইতিহাস লেখক আর গবেষকেরা। যেন কেউই কোন বিতর্ক তুলতে না পারে।
আমাদের ভাসানী বর্ষ পালন করাও উচিত ছিল ১৯৮০ সালে। আমরা করতে পারিনি। আমাদের জাতীয় ইতিহাসের আরো অনেক উজ্জ্বল মুখ আছে যাদের কাছে বাংলাদেশের ইতিহাস ঋণী, তাদের শততম জন্ম বার্ষিকী জাতীয়ভাবে পালিত হতে পারে।