একাদেমিয়া পাঠচক্রের পক্ষে রোহিঙ্গা শরণার্থীদের জন্য দ্বিতীয় পর্যায়ে ত্রাণ বিতরণের শেষ দিন।

আজ দিনের প্রথম ভাগে টেকনাফ শাহপরীর দ্বীপে আগত নতুন শরণার্থীদের মাঝে কিছু নগদ অর্থ বিতরণ করা হয়। দু’টি ইঞ্জিন চালিত নৌকা ভর্তি শরণার্থীকে টেকনাফেন হাড়িয়াখালী ঘাট পর্যন্ত পার করে দেওয়া হয়।

দিনের দ্বিতীয়ার্ধ্বে দুগ্ধপোষ্য শিশুদের জন্য ৫০০ গ্রাম ওজনের ১০০ প্যাকেট প্রক্রিয়াজাত গুঁড়ো দুধ মায়েদের হাতে বিতরণ করা হয়।।

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter