একাদেমিয়া-ঢাকা’র পক্ষে রোহিঙ্গা শিশুসহ শরণার্থীদের জন্য ত্রাণ বিতরণের ৬ষ্ঠ পর্যায়ের ২য় দিনে উখিয়া অস্থায়ী আর্মি ক্যাম্পের ত্রাণ ভাণ্ডারে শিশুদের জন্য ২০০ পিস শীতের নতুন জ্যাকেটসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী জমা দেওয়া হয়।
জ্ঞান চর্চা’র পাশাপাশি আর্তমানবতার সেবায়ও “একাদেমিয়া পাঠচক্র” প্রচার বিমুখ অবস্থান থেকে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। একাদেমিয়া’র সকল প্রচেষ্টাকে স্বাগতম।