আগামী ১৪ই সেপ্টেম্বর ২০১৭ বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় একাদেমিয়ার পরবর্তী পাঠচক্র।
বিষয়ঃ মায়ানমারিজম ও রোহিঙ্গা সংকট
স্থানঃ একাদেমিয়া কার্যালয়, ৩/১৯, বি, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা। (পণ্যবীথির গলি, করতোয়া কুরিয়ারের পাশে এডভান্স ক্লিনিকের দোতলায়)
পাঠ উপকরণ হিসেবে একাদেমিয়া গ্রুপে তিনটি পাঠ উপকরণ আপ করা হবে। গ্রুপের দেয়ালে চোখ রাখুন।
সবাইকে স্বাগতম।