ক্লাস আর পরীক্ষা বর্জন কোন আন্দোলনের কর্মসুচী হতে পারেনা। ক্লাস আর পরীক্ষা বর্জনে ক্ষতি কার। সরাসরি ছাত্রদের আর শিক্ষকদের। ক্ষমতাশীনদের এতে কিছুই আসে যায়না। যেমন আসে যায়না আমরণ অনশনে। আপনি না খেয়ে মারা গেলে শাসকের কী?
আত্মপীড়নকে রাজনৈতিক হাতিয়ার করতে পারতেন তখনই যখন আপনার প্রতিপক্ষ আধুনিক, সভ্য, এনলাইটেড, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল, মানুষের জীবন তার রাজনৈতিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।
আপনি কাকে মোকাবেলা করছেন তাকে দেখে আপনার রাজনৈতিক কর্মসূচি দিন।
মনে রাখবেন, শাসক হিংস্র, বিপুল শক্তিশালী, মানুষের জীবন, তার বেচে থাকার অধিকার, তার রাজনৈতিক ও মানবাধিকারের প্রতি সে বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়, জন আকাংখাকে সে ফুটা পয়সারর দাম দেয়না।