খ্রিস্টানরা ইসলাম ধর্মকে সবচেয়ে বেশি ঘৃণা করে

ইসলাম ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ খুব চমৎকার একটা আলোচনা করেছিলেন শিকাগোতে। তিনি বলেছিলেন,

“দৃষ্টান্তস্বরূপ মুসলমান ধর্মের কথাই ধরুন । খ্রীস্টধর্মাবলম্বীগণ মুসলমান ধর্মেকে যত বেশী ঘৃণা করে, এরূপ আর কোন ধর্মকেই করে না । তাহারা মনে করে, এরূপ নিকৃষ্ট ধর্ম আর কখনও হয় নাই । কিন্তু দেখুন, যখনই একজন লোক মুসলমান ধর্ম গ্রহণ করিল । এরূপ আর কোন ধর্মে করে না । এ দেশীয় একজন রেড ইন্ডিয়ান যদি মুসলমান হয়, তাহা হইলে তুরস্কের সুলতানও তাহার সহিত একত্র ভোজন করিতে কুণ্ঠিত হবেন না এবং বুদ্ধিমান হইলে যেকোন উচ্চপদ লাভে বঞ্চিত হইবেন না । কিন্তু এদেশে আমি এ পর্যন্ত এমন একটিও গির্জা দেখি নাই, যেখানে শ্বেতকায় ব্যক্তি ও “কৃষ্ণকায়” ব্যক্তি পাশাপাশি নতজানু হইয়া প্রার্থনা করিতে পারে । এ কথাটি একবার ভাবিয়া দেখুন । ইসলামধর্ম অন্তর্গত সকল বাক্তিকে সমান চক্ষে দেখিয়া থাকে । সুতরাং আপনারা দেখিতেছেন এইখানেই মুসলমান ধর্মের নিজস্ব বিশেষ মহত্ত্ব।”

লণ্ডনে স্বামী বিবেকানন্দ ইসলাম ও খ্রিস্ট ধর্মের একটা তুলনামুলক বিতর্কে অংশ নিয়েছিলেন, সেটার চুম্বকাংশ প্রকাশিত হয়েছে পরমেশ চৌধুরির একটা বইয়ে। কাল সেটা দেয়া যাবে। অপেক্ষা করুন।

(স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা ৩য় খণ্ড, পৃঃ ১৩৭-১৩৮, উদ্বোধন, ১৩৯৬)

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter