আপনি অনলাইনে কোন কিছু নিয়ে সার্চ দিলেই উইকিপিডিয়ার পেইজ প্রথমে আসবে। উইকিপিডিয়া যে কেউ লিখতে পারে, যে কেউ এডিট করতে পারে। সম্ভবত উইকিপিডিয়াই জ্ঞানের সেই ভবিষ্যৎ যা টেক্সটকে নিরন্তর জীবিত বা বর্তমান রাখে। এমনকি আই বি এমের নিজস্ব ওয়েব থেকে যতজন মানুষ আই বি এমের তথ্য জানতে চায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশী লোক আই বি এম সম্পর্কে জানতে চায় উইকিপিডিয়া থেকে। উইকিপিডিয়ায় ভুল লেখা থাকে অনেক কিছুই, কিন্তু নেইচার পত্রিকায় প্রকাশিত একটা গবেষণা প্রমাণ করেছে এন্সাইক্লপিডিয়া ব্রিটানিকায় আর উইকিপিডিয়াতে সমপরিমাণ ভুল ও অনুল্লেখের ঘটনা ঘটে। সে হিসেবে উইকিপিডিয়া বেশী নির্ভরযোগ্য কারণ এন্সাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভুল সংশোধন হতে পরবর্তী সংস্করণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর উইকির ভুল সংশোধন হতে বড় জোর এক সপ্তাহ লাগবে।
উইকিপিডিয়াতে ইংরেজি নিবন্ধ আছে ৫১ লক্ষের উপর, সুইডিস ভাষায় ৩২ লক্ষ, ইতালিয়ান, ডাচ, জর্মান, স্প্যানিশ, ভিয়েতনামিজ, পোলিশ ভাষায় প্রত্যেকটিতে আছে প্রায় দশ লাখের বেশী নিবন্ধ।
ওয়ারে ওয়ারে বলে একটা ভাষা আছে জানেন? সেবুয়ানা? এটাও একটা ভাষা। দুটোই ফিলিপাইনের আঞ্চলিক ভাষা। ওয়ারে ওয়ারে ভাষায় কথা বলে ৩২ লক্ষ মানুষ, আর সেবুয়ানা ভাষায় কথা বলে প্রায় দেড় কোটি মানুষ। উইকিপিডিয়াতে ওয়ারে ওয়ারে ভাষায় নিবন্ধ আছে ১২ লক্ষ ৬০ হাজার, সেবুয়ানা ভাষায় নিবন্ধ আছে ২৬ লক্ষের বেশী।
বাঙলা ভাষায় কয়টা নিবন্ধ আছে উইকিপিডিয়ায়?
প্রায় ২৫ কোটি লোকের ভাষা যেই বাঙলা। সেই বাঙলা ভাষায় নিবন্ধ মাত্র তেতাল্লিশ হাজার। এটা নিশ্চয় জানতেন না? একটু লজ্জা লাগছে না, ভাই আপনার? এই লজ্জা কি আমাদের সকলের না?
আসেন, আমরা হাত লাগাই। যার যেইটুকু সামর্থ তাই নিয়ে হাত লাগাই। উইকিতে বাঙলার হতাশাজনক অন্তর্ভুক্তির লজ্জা থেকে আমার প্রিয় ভাষাকে বাচাই। আপনি লিখতে পারেন নাকি পারেন না, সেটা বিবেচনায় নেবেন না, লিখতে থাকুন। যতটুকু পারেন ততটুকুই লিখুন। আপনি শুরু করুন, অন্য কেউ লেখাটা শেষ অথবা সংশোধন করে দেবে।
আমার এই আহবান আস্তিক, নাস্তিক, মুক্তমনা, বাঙালি, বাংলাদেশী, স্যেকুলার, আওয়ামী লীগ, বি এন পি, জামাত, বাম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার প্রতি। বাংলাদেশ, পশ্চিমবংগ সবার কাছে।
চাকমা, মান্দি সহ বাঙলার ভুমিতে আর যেই যেই ভাষার চর্চা আছে, লিপি আছে, তাদের কাছেও। হাত লাগান আপনারাও আপনার ভাষা নিয়ে।
আসুন, অন্তত এই এক জায়গায় আমরা সব শত্রুতা ভুলে গিয়ে হাতে হাত রেখে দাড়াই। আসুন আমরা আমাদের ভাষাকে ভালবাসি তার একটা প্রমাণ রেখে যাই।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন