নোৎরদাম ক্যাথিড্র্যাল শুধু ইতিহাসেরই নয় আমার হৃদয়েরও একটা অংশ ছিলো

নোৎরদাম ক্যাথিড্র্যাল শুধু ক্যাথলিকদের নয়, শুধু ফ্রান্সের সম্পদ নয়, এটা মানবজাতির কালেক্টিভ সম্পদ। এই ক্যাথিড্র্যালের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। এই সম্পর্ক নিছক একজন বিদেশী পর্যটকের নয়।

আমি আমার পরিণত বয়সের প্রথম ও শেষ প্রার্থনা করেছিলাম এই ক্যাথিড্র্যালে প্রায় একুশ বছর আগে। প্রাথর্না পরিচালনা করেছিলেন একজন করে খ্রিষ্টান পাদ্রি, মুসলমান আলেম, হিন্দু পুরোহিত, ইহুদী রাব্বি, শিখ পুরোহিত ও বৌদ্ধ ধর্মগুরু। কতবার যে আমি এই ক্যাথিড্র্যালের আলো আঁধারীতে ঘুরে বেড়িয়েছি, বিমুগ্ধ হয়েছি তার ইয়ত্তা নেই।

এই ক্যাথিড্র্যালের একটা খুব সমৃদ্ধ মিউজিয়াম ছিলো। অমুল্য সব আর্টিফ্যাক্ট আর পেইন্টিং এর কালেকশন ছিলো। সব পুড়ে শেষ। ১৮২ বছর ধরে কয়েক প্রজন্মের মেধা ও শ্রমে যেই ক্যাথিড্র্যাল নির্মিত হয়েছিলো, কয়েক ঘন্টার আগুনে তা পুড়ে ছাই।

নোৎরদাম ক্যাথিড্র্যাল শুধু ইতিহাসেরই নয় আমার হৃদয়েরও একটা অংশ ছিলো। এটা পুনর্নির্মিত হলেও দাউদাউ করে জ্বলতে থাকা ক্যাথিড্র্যাল আর জ্বলতে জ্বলতে ভেঙ্গে পড়া গথিক স্পায়ারের দুঃস্বপ্ন আমাকে সারাজীবন কাঁদাবে।

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter