পাকিস্তান আমলে শুরু হওয়া রমনার বটমুলের বাংলা বর্ষবরণ ছিলো আইয়ুব শাহীর স্বৈরশাসনের বিরুদ্ধে বাঙালির কালচারাল রেজিস্টেন্স। আর আজকের বর্ষবরণ হচ্ছে ফ্যাসিবাদের কালচারাল আইকন। এই দুইয়ের পার্থক্য করতে শিখুন।
ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে ফ্যাসিবাদের কালচারাল আইকনগুলোকে আগে পরাজিত করতে হবে।
আজকের পহেলা বৈশাখ উদযাপন একটা ফেটিশ। এই ফেটিশের আড়াল নিয়ে ফ্যাসিবাদ তার সমস্ত দুঃশাসন জায়েজ করিয়ে নিয়ে চায়। এই ফেটিশের পিছনে কোন বিপ্লবির দাড়ানো উচিত নয়।
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আর তার কালচারাল আইকনের প্রটেকশন একসাথে চলে না। দরকার হলে এই ইস্যুতে চুপ থাকেন। ফ্যাসিষ্টদের বয়ানকে শক্তিশালি কইরেন না।
ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলা বর্ষ পালন করবো। হয়তো আজকের মতো হবেনা, কিন্তু সবাই মিলেই সেটা করবো। আজকে আর দুঃখ কইরেন না। ফ্যাসিবাদের জামানায় আবার জনগনের উৎসব হয় নাকি?
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন