বাংলাদেশে গতবছর ৯৮ জন হিন্দুকে হত্যা করা হয়েছে: হিন্দু মহাজোট

হিন্দু মহাজোট জানিয়েছে বাংলাদেশে গত বছর ৯৮ জন হিন্দুকে হত্যা করা হয়েছে। এইটা জেনে আমাদের কী লাভ?

বাংলাদেশের মোট কত মানুষকে ২০১৬ তে হত্যা করা হয়েছে? তার মধ্যে হিন্দু ভিকটিমের সংখ্যা যদি আনুপাতিক হারে বেশী হয় তাহলে চিন্তার কথা। কিন্তু হিন্দু মহাজোট সেই তথ্য দেয়নি। হিন্দু সম্প্রদায়কে ভালনারেবল প্রমান করা যদি হিন্দু মহাজোটের দায়িত্ব হয় তাহলে তারা তার সেই সম্প্রদায়গত দায়িত্ব পালনেও ব্যর্থ হয়েছে।

গত বছর ১৭৮ জন মানুষ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। ৯০ জন মানুষ গুম হয়েছে। হিন্দু মহাজোট নাগরিক হিসেবে এই সংখ্যাতত্ত্বকে উল্লেখ করা জরুরী মনে করেনা, কারণ সম্ভবত এই মানুষ গুলোর মধ্যে হিন্দু সম্প্রদায়ের কেউ নেই।

এক্সট্রা জুডিশিয়াল কিলিং আর গুম যদি আপনার কাছে কোন বিষয় না হয় তাহলে আপনার সমস্যা শুনার জন্য কার ঠেকা পড়েছে?

আপনারা আসলে কী চান সেইটা ঠিক করেন। রাস্ট্রের নাগরিক পরিচয়ে সবার সাথে একটি রাজনৈতিক পরিসর গড়ে তুলতে চান? নাকি হিন্দু নাগরিক পরিচয়ে একটা বিশেষ অবস্থান চান? আপনাদের সদয় অবগতির জন্য বলি, দ্বিতীয় অবস্থানের কোন স্কোপ কোন আধুনিক রাস্ট্রে নাই।

আপনি যখনই আপনার ভালনারেবিলিটির দোহাই দিয়ে বিশেষ অবস্থান চাইবেন তখনই রাস্ট্র নিজেই ভালনারেবল হয়ে পরে। আপনি বাংলাদেশ নামের রাস্ট্রের পায়ে কুড়াল মারার চেষ্টা করবেন না, প্লিজ। আপনাদের অবস্থান যে রাস্ট্রবিরোধী সেই বিষয়টা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনাদের বিষয়টা আমি বুঝিয়ে দিতে প্রস্তুত আছি।

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

One thought on “বাংলাদেশে গতবছর ৯৮ জন হিন্দুকে হত্যা করা হয়েছে: হিন্দু মহাজোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter