Even doctor’s prescriptions are being used to campaign in support of the ruling Awami League party.
On the other side, violent attacks are targeting the Oikya Front candidates on campaign as usual. Even the female Oikya Front election campaigners are not being spared- police have even fired upon some of those female workers.
During the ongoing rule of fascism in Bangladesh this is known as the “level playing field”.
Click here to read the original Facebook post
রোগীর প্রেসক্রিপশন প্যাডে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চলছে। সবকিছুকেই এভাবে দলীয়করণ করা হয়েছে।
আর অন্যদিকে নির্বাচনী প্রচারে গেলে ঐক্য ফ্রন্টের প্রার্থীদের উপরে সরকারী দলের গুণ্ডারা আক্রমণ চালাচ্ছে। নারী কর্মীদেরকেও রেহাই দিচ্ছেনা; পুলিস চালাচ্ছে গুলি।
এটাকে ফ্যাসিবাদের জামানায় “লেভেল প্লেয়িং ফিল্ড” বলে।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন