Awami League MP from Comilla-10 seat A H M Mostafa Kamal (Lotus Kamal) has openly announced that he would hunt out his political rivals and eliminate them. He said, he would finish off his entire clan of political rivals. How does one minister dare issue such a violent threat? Has Bangladesh turned into a mafia country? Anyone is free to owe allegiance to any political party- this is not a criminal offence. A citizen has his rights to express his different political view. This is also his duty as a citizen. But politicians like Lotus Kamal want to make the country completely free from any dissent or political protest. This is sheer fascism.
Click here to read the original Facebook post
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই, সদর দক্ষিণ) আসনের আ’লীগের সংসদ সদস্য প্রার্থী জনাব আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) প্রকাশ্যেই রাজনৈতিক প্রতিপক্ষকে একজন একজন করে খুঁজে বের করে নির্মূল করার ঘোষনা দিয়েছেন। তিনি বলেছেন তাদের গুষ্টিসহ শেষ করবেন।বাংলাদেশ কি মাফিয়া রাষ্ট্র হয়ে গেছে, যে প্রকাশ্যে একজন মন্ত্রী এভাবে ঘোষণা দিতে পারে? রাজনৈতিক মত থাকা তো কোন ক্রিমিন্যাল অফেন্স নয়। রাজনৈতিক ভিন্নমত প্রকাশ করা একটা নাগরিক অধিকার এবং দায়িত্বও বটে। লোটাস কামালেরা বাংলাদেশকে রাজনৈতিক প্রতিবাদ শুন্য করে দিতে চান। এটা যদি ফ্যাসিবাদ না হয় তাহলে ফ্যাসিবাদ কাকে বলে?
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন