Why has this forged application been pushed in?

Chief Justice of Bangladesh S K Sinha visited National Martyrs’ Monument in Savar, Dhaka on December 16, 2015 and he signed on the Visitors’ Register there. Here’s a photocopy of the page from the register where he signed. Take a look at his signature on the register. I am sure you can understand now whether the signature of Justice Sinha on the “leave application”- as being shown by our law minister- is real. Here’s the link to the so-called leave application

The news of Justice Sinha’s visit to the National Martyrs’ Monument was published by BDNEWS. On that page the photo of Justice Sinha’s real signature is still present. Here’s the link

There is no doubt that Justice Sinha’s signature has been faked on the leave application which means he has not actually applied for leave at all. We have the right to ask the big questions: Who has faked the signature of Justice Sinha? Who has forged this application? Why has this forged application been pushed in?

Click here to read the original Facebook post

১৬ই ডিসেম্বর ২০১৫ বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন এবং সেখানে তিনি ভিজিটরস রেজিস্টারে স্বাক্ষর করেন। এখানে ভিজিটরস রেজিস্টারের সেই পৃষ্ঠার একটা ফটোকপি দেয়া হল যেখানে তিনি স্বাক্ষর করেছিলেন। সেখানে রেজিস্টারে তার স্বাক্ষরটা দেখুন। আমি নিশ্চিত আপনি বুঝতে পারবেন আইনমন্ত্রীর দেখানো বিচারপতির কথিত “ছুটির দরখাস্ত” তে দেয়া স্বাক্ষর আসল কিনা? এখানে সেই কথিত ছুটির দরখাস্তের সংবাদের লিংক

বিচারপতি সিনহার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের সংবাদ ছাপা হয়েছিলো বিডিনিউজে। সেখানে বিচারপতি সিনহার আসল স্বাক্ষর এখনো আছে। এখানে লিংক দেয়া হলো

কোন সন্দেহ নেই কথিত ছুটির দরখাস্তে বিচারপতি সিনহার স্বাক্ষরটা ফেইক, তার মানে তিনি এই ছুটির দরখাস্ত আদৌ করেন নাই। আমাদের এখন সেই বিশাল প্রশ্নগুলো করতেই হবেঃ কে বিচারপতি সিনহার এই স্বাক্ষর ফেইক করেছে? কে এই জাল দরখাস্ত তৈরি করেছে? কেন এই জাল দরখাস্তকে দেশবাসীকে গিলতে হবে?

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter