ভারতে কমিউনিস্ট মতবাদ এসেছে মুসলমানদের হাত ধরে। প্রথমে খেলাফত এবং পরে পাঞ্জাবের গদর পাটির নেতাদের মাধ্যমে। প্রথম যুগে কমিউনিস্টদের সাংগঠনিক শক্তি যুগিয়েছে আফগান মুহাজিররা। ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক মুহাম্মদ শফিক। প্রথম যুগের মুসলিম সম্প্রদায় থেকে আগত কমিউনিস্টরা সকলেই ছিলেন মাদ্রাসা শিক্ষিত এবং কোরানের হাফেজ। মৌলভী বরকতুল্লাহ পারসি কে বলতে পারেন ভারতের প্লেখানভ। এই বরকতুল্লাহ পারসি ভারতে প্রথম বলশেভিক মতবাদ পরিচিত করান “বলশেভিজম আন্ড দি ইসলামী নেশনস” নামে এক পুস্তিকায় মাধ্যমে। কমিউনিজমের সাম্যের ধারণা ইসলামের সাথে মিলে যাওয়ার কারণে মুসলিম আলেমরা কমিউনিজমে আকৃষ্ট হন। এছাড়াও মুসলমানদের চির শত্রু বৃটিশদের বিরুদ্ধে ব্রিটিশ উপনোবেশবাদ বিরোধী সংগ্রামে সোভিয়েত দেশ তাদের ঘনিষ্ঠ বন্ধু হতে পারে এই আকাঙ্ক্ষা তাঁদের ছিল।
কিন্তু কেন শেষ পর্যন্ত মুসলমানেরা মোটা দাগে কমিউনিস্ট মতাদর্শ ত্যাগ করলো এবং তাদের কমিউনিস্ট অতীতকে বিস্মৃত হল সেটা গবেষণার বিষয়।