মাঝে মাঝে আমার স্ট্যেইটাসে স্যেকুলার নামধারীরা ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য “জিজিয়া কর” বিষয়টা সামনে আনেন। এমনভাবেই আনেন যে এই কর ছিল মুসলিমদের ধর্ম বিদ্বেষ আর নিপীড়নের প্রতীক। আমার নিজেরও আগ্রহ ছিল বিষয়টা নিয়ে জানার।
মুল মুশকিলটা আমরা করে ফেলি আজকের স্যেকুলার গণতান্ত্রিক ভ্যালুজ দিয়ে সেই সময়ের একটা প্রথার মরাল জাজমেন্ট করে ফেলে। মধ্যযুগে জিজিয়া কর বা এই ধরণের ভিন্ন ধর্মের মানুষদের জন্য ধার্য কর অবিচার বা নিপীড়ন মুলক ছিল না। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জিজিয়া করের মত কর অন্য ধর্মের শাসকেরাও বিধর্মীদের কাছে থেকে নিয়েছে। এটা সময়ের একটা প্রথা।
খ্রিস্টানদের বাইজেন্টানিয় সাম্রাজ্যে জিজিয়া করের মত কর দিতে হত বিধর্মীদের। এমনকি ভারতের হিন্দু গহড়বাল রাজ্যে বসবাসকারী তুর্কি মুসলিমদের রাজাকে তুরুস্কদণ্ড নামে কর দিতে হত। নামেই পরিষ্কার তুরস্কদণ্ড বরং একটি বর্নবাদী ও জাতিবিদ্বেষ প্রসুত কর।
তথ্যসুত্রঃ এ বি এম হবিবুল্লাহ, ভারতে মুসলিম শাসনের প্রতিষ্ঠা ১২০৬-১২৯০, অনিরুদ্ধ রায় অনুদিত, প্রগ্রেসিভ পাবলিশার্স, ২০০৭, পৃষ্ঠা ২৭৭-২৮১