মিছা ইব্রাহীমের কাছে এভারেস্ট বিজয়ের গল্প শোনা আর জাফর ইকবালের কাছেমুক্তিযুদ্ধের চেতনার গল্প শোনার মধ্যে কোন তফাত নাই।
দুইজনেই যে যেই কাজটা করতে পারে নাই তা নিয়া গর্ববোধ করতে চায়। এইটা দোষের কিছু না। কিন্তু এই গল্পরে যদি কেউ সিরিয়াসলি আমাগো গিলাইতে চায় সমস্যা তার।মিছা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের গল্প আমাদের সত্য বইল্যা মাইনা নেয়ার জন্য ওকালতি করছে প্রথম আলো। মিছার মিছা গল্প টেকে নাই। তার পিছে প্রথম আলোর ঠেকাতেও টিকে নাই। জাফর ইকবালের চেতনার গল্পও টিকবে না।
বাংলাদেশের জনগন বীরের জাতি, তার বীরত্বগাথা রচনার জন্য মিছা ইব্রাহীমের দরকার নাই। তেমনি মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন; সেই মুক্তিযুদ্ধের গৌরব বৃদ্ধির জন্য জাফর ইকবালের দরকার নাই।