বহুল প্রচারিত ছবি ও মুক্তিযুদ্ধের চেতনা

পাকিস্তানি সেনার ছবি বলে প্রচারিত এই দুই বহুল প্রচারিত ছবি দেখে আমাদের প্রজন্ম বড় হইছে। যেদিন জানলাম এইগুলা পাকিস্তানি সেনার ছবি না ভারতীয় সেনার ছবি সেদিন প্রথম যেই প্রশ্ন মাথায় আসছে, সেইটা হল, যারা আমাদের এই ইতিহাস শেখাইছে তারা পাকিস্তানি আর্মি বা ইণ্ডিয়ান আর্মি কোনটাই দেখে নাই? ইন ফ্যাক্ট তারা মুক্তিযুদ্ধই দেখে নাই।

একইভাবে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা আর সমাজতন্ত্ররে যারা মুক্তিযুদ্ধের চেতনা বইল্যা পরিচয় করাইয়া দেয় তারাও সেইভাবে প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স বইলা যে একটা বিষয় ছিল, যা কইয়া আমরা যুদ্ধে ঝাপাইয়া পরছিলাম, সারা দুনিয়াকে কইছিলাম যুদ্ধে জিতা কেমন রাষ্ট্র গড়ুম, সেইটা জীবনেও সংবিধান রচনার আগে খুইল্যা দেখে নাই।

মুক্তিযুদ্ধরে বেইচ্যা নিজের খায়েশ মিটাইছে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন একটা শাসকগোষ্ঠী, তাই আমাগো আইজক্যা এই বেহাল দশা।

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter