ইউরোপে ইসলামপন্থীদের সাথে বামপন্থীদের অ্যালায়েন্স হয়েছে এবং হচ্ছে। খোদ বৃটেনেই হয়েছে, এছাড়াও ফ্রান্সে হয়েছে। এই খবরগুলো কি আমাদের দেশের বামেরা রাখেন? অনেকেই এই অ্যালায়েন্সকে অস্বাভাবিক কিন্তু প্রয়োজনীয় বলছেন। এই ধরণের অ্যালায়েন্সে বামপন্থীরা ট্রটস্কির দেখানো পথে লড়াই করেছেন। ১৯০৫ সালে জারের রাশিয়ায় ট্রটস্কি বামপন্থীদের মিত্রদের সাথে নিয়ে লড়াই চালানোর কৌশল হিসেবে পাঁচটি নীতির প্রস্তাবনা করেছিলেন।
১/ আলাদা ভাবে মার্চ করবে কিন্তু আঘাত করবে একসাথে।
২/ নিজেদের রাজনৈতিক দাবীকে পরিত্যাগ করবে না।
৩/ নিজেদের ভিন্ন রাজনৈতিক লক্ষ্যকে গোপন করবে না।
৪/ মিত্রের দিকেও খেয়াল রাখবে যেমন করে শত্রুর দিকে খেয়াল রাখি।
৫/ ঐক্য বজায় রাখার চাইতে লড়াইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখবে।
ইসলামপন্থীদের সাথে নিয়ে লড়াইয়ের সময় এই পাঁচটি নীতিই আরো কঠোর ভাবে অনুসরণ করছেন বামপন্থীরা।
কেউ ধরে নেবেন না যে আমি এই প্রস্তাব করছি বাংলাদেশে। কিন্তু এই খবরগুলো না জানলে বিশ্ব বামপন্থার এবং বাম আন্দোলনের গতি প্রকৃতি বুঝতে ব্যর্থ হবেন বাংলাদেশের বামপন্থীরা। আর আমার কথা শুনে আমাকে রাজাকার মনে হবে।
পরেশ ধর একটা গান লিখেছিলেন, বামপন্থীদের খুব প্রিয় একটা গান: “প্রাণে প্রাণ মিল করে দাও তুফানের ঘূর্ণি ঘোরাও জীবনের ঝরাপাতা উড়িয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও”। বিশ্ব কাঁপানো আপনার কাজ। সেই কাজকে সম্ভব করে তুলুন। বুর্জোয়াদের পলিটিক্যাল ন্যারেটিভ প্রত্যাখ্যান করুন।