মহেঞ্জোদারো সিনেমায় হিন্দুত্ববাদের ইতিহাসের নতুন নির্মান

হিন্দু ধর্মের উৎপত্তি সিন্ধু উপত্যকায়। সেই হিসেবে সিন্ধু নদী তাদের পবিত্রতম নদী হওয়ার কথা। তা হয়নি। হয়েছে গঙ্গা। এইটা ইতিহাসের এক টুইস্ট যা হিন্দুত্ববাদের জন্য একটা সমস্যা। আরেক সমস্যা হচ্ছে সিন্ধু উপত্যকা পড়েছে এখন পাকিস্তানে।

মহেঞ্জোদারো সিনেমাটা ইতিহাসের সেই সমস্যাকে সমাধানের চেষ্টা করেছে।

সিনেমার প্রথম দৃশ্যেই দেখা যায় ঋতিক রোশন ত্রিশুল হাতে নদীতে কুমির মারছে। সেই ত্রিশুল তার সবচেয়ে পছন্দের অস্ত্র হয় যখন তাকে দুই দানবের সাথে লড়তে হয় রোমান গ্লাডিয়েটরের মতো। স্ক্রিপ্ট রাইটার কোথায় পাইলো মহেঞ্জোদারোতে এমন ফাইট হইতো? ইন ফ্যাক্ট মহেঞ্জোদারোতে আজ পর্যন্ত এমন কোন অস্ত্র পাওয়া যায় নাই যা দিয়া যুদ্ধ করা চলে।

সিনেমাতে দেখানো হইছে সোনা আহরনের জন্য সিন্ধু নদিতে বাধ দেয়া হইছিল। আদতে সিন্ধু নদিতে বাধ দেয়া হইছিল ফসল ফলানোর জন্য, এইটাই মহেঞ্জোদারোর সমৃদ্ধির কারণ ছিল।

সিনেমার শেষে দেখানো হয় সিন্ধু নদির বাধ ভেংগে গেছে সিন্ধু এক নতুন পথে প্রবাহিত হচ্ছে। সবাই ঋতিককে জিজ্ঞেস করে, এই নদীর নাম কী? ঋতিক ঢূলু ঢুলু চোখে জবাব দেয়, “গঙ্গা”। ব্যস সিনেমার কাজ শেষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ ছিল এটাই। সিন্ধুর উত্তরাধিকার থেকে গঙ্গার উৎপত্তির এমন গোঁজামিল দিতে পারাটাই এই সিনেমার সবচেয়ে বড় সাফল্য।

নাচা গানাটা এক্সট্রা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter