এই ফ্রি স্পিচ দেয়ার জন্য কি রাষ্ট্রকে নিরাপত্তা দেয়ার আবদার করতে হবে?

বায়ে দেখুন, এই ভদ্রমহিলা দাবী করছেন আসাদ নুর যা বলেছে তা ফ্রি স্পিচ। এই ফ্রি স্পিচ দেয়াটা কোন অপরাধ নয়। রাষ্ট্রকে তার এই ফ্রি স্পিচ দেয়ার গ্যারান্টি দিতে হবে।

এবার আসুন আসাদ নুরের সেই ফ্রি স্পিচের নমুনা দেখি বায়ে। আসাদ নুর একটি পবিত্র ধর্মগ্রন্থের উপরে প্রতিদিন প্রসাব করতে চান। এই মহিলার দাবী আমাদের রাষ্ট্রকে গ্যারান্টি দিতে হবে যে আসাদ নুর যেন এই কর্ম করতে পারে। আর আসাদ নুরের এই উন্মাদের মতো ইচ্ছাই আসলে ফ্রি স্পিচ।

আসাদ নুর যে একটা উন্মাদ। আসাদ নুর যে ইন্ডিয়াতে একটা নারী নির্যাতনের অভিযোগে ফেরার। তাকে যে ইন্ডিয়ান পুলিশ খুজতেছে সেটাও তার বিবেচনায় নাই। কারণ আসাদ নুর সেইটা করে দিয়েছে যা সে তার নামের কারণে প্রকাশ্যে করতে পারেনা।

এই মহিলা হাজার মাইল দূরে থেকেও আবিষ্কার করেছিলেন টিটু মিয়া নির্দোষ।

এই শিবসেনারা এভাবেই নিরাপদে বসে ভয়াবহ ধর্মীয় উস্কানি দেবে। তারপর একটা দুর্ঘটনা ঘটলে আকাশ বাতাস প্রকংপিত করে সারা দুনিয়ায় প্রচার চালাবে, দেখেছো, মুসলমানেরা কত খারাপ?

এই শিবসেনারা নিজেদের প্রগতিশীল পরিচয় দেয় এদের মাঝেমাঝে শাহবাগে পাওয়া যায়।

 

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter