Madrassa education vs Modern education

This Western-educated gentleman is a modernist, but he speaks on the line of a theologian. He can never present the evidence of a case in which any madrassa was found giving any lesson on terrorism to its students. His message reflects hatred against a class. One educated so-called elite is spewing animosity against a poor class. How will this gentleman face the situation if the madrassa-educated people ask how he has become an Islam-baiter despite receiving modern education?

এই ভদ্রলোক একজন পশ্চিমা শিক্ষিত মডার্নিস্ট কিন্তু কথা বলেন থিওলজির সুরে। তিনি বলেননি কোন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাদ্রাসায় টেররিজম লালিত হয়? তিনি তার রায় দেবার আগে এটা দেখানোর প্রয়োজন বলে মনে করেননি। তিনি যা বলেছেন সেটা হচ্ছে শ্রেনী ঘৃণা। অভিজাতের শিক্ষায় শিক্ষিত একজনের দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে তীব্র শ্রেণী ঘৃণা। এখন মাদ্রাসা শিক্ষিতরা যদি উনার দিকে আঙুল তুলে বলে মডার্ণ এডুকেশনে শিক্ষিত হয়ে তিনি ইসলাম বিদ্বেষী হয়ে উঠেছেন তাহলে তার উত্তর কী হবে?

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter